রাজশাহী বিভাগের ৮টি জেলার ৬৭ টি উপজেলার ইউএনওদের নিরাপত্তায় সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার থেকেই রাজশাহী রেঞ্জের ৬৭টি উপজেলার ইউএনওদের নিরাপত্তায় চারজন করে সশস্ত্র আনসার সদস্য মোতায়েন করা হয়।
সরেজমিনে, রবিবার রাজশাহীর মোহনপুর উপজেলায় দেখা গেছে আনসার সদস্যদের ডিউটি করতে।
এবং খোজ নিয়ে জানা যায় প্রত্যেকটা উপজেলায়ই ইউ.এন.ও দের নিরাপত্তায় ডিউটি দিচ্ছে নিরাপত্তা কর্মী আনসার সদস্যগন।
জানা যায়, আনসারগন প্রত্যেক উপজেলার ইউএনও’র শারীরিক ও সরকারি বাসভবনের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। উপজেলার ইউএনও বাসভবন, অফিস ও এর বাইরে যদি কোথাও যায় সেখানেও আনসার সদস্যরা সাথে যাবেন। ইউএনওর নিরাপত্তা দেয়ায় হবে আনসার সদস্যদের কাজ।
উল্লেখ্য, গত ২ সেপ্টেমবর দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইনএনও) এর সরকারী বাসভবনে প্রবেশ করে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিষ্কৃত) জাহাঙ্গীর আলম (৪২) সহ আরো কয়েকজন হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনার পর সারাদেশের ইউএনওদের নিরাপত্তায় সরকার সশস্ত্র আনসার সদস্য মোতায়নের সিদ্ধান্ত গ্রহণ করে।
রাজশাহী রেঞ্জের আনসার ভিডিপি পরিচালক শাহ্ আহম্মেদ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো বলেন, সরকারি সিদ্ধান্তে সারাদেশের ন্যায় রাজশাহীতে ইউএনও’র নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন করা হয়।
Leave a Reply