রেড জোনভুক্ত হওয়ার পরেও সতকর্তার অভাব দেখা গিয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়িতে।
স্বাস্থ্য অধিদপ্তর করোনার প্রাদুর্ভাব ও আক্রান্তের বিচারে গত ৭ জুন দেশের ৫০ টি জেলা ও ৪০০ টি উপজেলা রেড জোন ঘোষণা করা হয়। রেড জোনভুক্ত খাগড়াছড়ি জেলার ৮টি উপজেলা রয়েছে। কিন্তু রেডজোনভুক্ত হওয়ার পরেও কাউকেই সতর্ক থাকতে দেখা যাচ্ছে না। জেলার সব উপজেলার বাজার গুলোতে দেখা যাচ্ছে জনসমাগম।কেউ মানছেন না সামাজিক দূরত্ব, এমনকি নেই কোন স্বাস্থ্য সচেতনতা।
আজকে খাগড়াছড়ি বাজার এলাকায় মানুষের জটলা দেখা গিয়েছে। কেউই মানতে চাচ্ছেন না সামাজিক দূরত্ব। চায়ের দোকান গুলোতে অযথা আড্ডা চোখে পড়েছে।শহরের গুরুত্বপূর্ণ মোড় গুলোতে পুলিশের উপস্থিতি ছিলো, ছিলো ভ্রাম্যমাণ আদালতের বহর ।পুলিশ এর পাশাপাশি সেনাবাহিনীকেও দেখা গিয়েছে বাজার এলাকায়। জরিমানা করাও হচ্ছে অহেতুক বাইরে বের হয়ে জটলা পাকানো মানুষগুলোকে।তবুও ঠেকানো যাচ্ছে না জনগণকে। কারণে-অকারণে বের হয়ে আসছে ঘরের বাইরে। এমতাবস্থায় বেড়ে উঠেছে স্বাস্থ্যঝুঁকি।এমন পরিস্থিতি চলমান থাকলে জেলায় করোনা সংক্রমন ঠেকানো অসম্ভব বলে মনে করেন স্থানীয় সচেতন নাগরিক সমাজ।
Leave a Reply