নাটোরের লালপুরে ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে কেন্দ্র সচিব ও কেন্দ্র পরিদর্শকদের নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তন মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার শিবলী সাদিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম চৌধুরী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্র সচিব ও লালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ, গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, মঞ্জিলপুকুর কারিগরি ও কৃষি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম ও বালিতিতা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ শাহবাজ আলী।
এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সভায় সুষ্ঠু পরিবেশে ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা অনুষ্ঠানে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
Leave a Reply