বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশন লালমনিরহাট শাখার উদ্যোগে, সিগন্যাল এসোসিয়েশন দিবস ও দাসত্বের শিকল ভেঙ্গে মুক্তির শোভাযাত্রা পালিত হয়।
দিবসটি পালনের লক্ষ্যে লালমনিরহাট রেলওয়ে ইনস্টিটিউট থেকে একটি র্যালী লালমনিরহাট রেলওয়ে স্টেশন প্লাটফর্ম হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদর্শন করেন। র্যালী শেষে রেলওয়ে ইনস্টিটিউটে একটি বিশাল আনন্দ মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় দিনাজপুর রেলওয়ে শ্রমিক লীগ নেতা ও লালমনিরহাট শাখা রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশনের সহ-সভাপতি জনাব মোঃ মাজেদুল ইসলাম (মাজেদ) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং মূল্যবান বক্তব্য রাখেন রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা জনাব এটিএম নজরুল ইসলাম (আংগুর)
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট সিগন্যাল এসোসিয়েশনের নেতা জনাব মোঃ ফিরোজ, আবুল হাসেম, মারেফুল, সাঈদ মিজান রায়হান, মোস্তফা কামাল প্রমুখ।
এ সময় বক্তারা বলেন যে কর্মঘন্টা নির্ধারণের দীর্ঘ বছরের মামলার রায় আজকের এই দিনে সিগন্যাল এসোসিয়েশন পেয়ে থাকে। তাই আজকের এই দিনটি সারাদেশের সিগন্যাল ডিপার্টমেন্টের দাসত্বের শিকল ভেঙ্গে মুক্তির দিন। যাদের অবদানে সিগন্যাল বিভাগ এই দিনটি পেয়েছে তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিশেষ সম্মাননা প্রদানের মাধ্যমে দিবসটি পালিত করেন।
Leave a Reply