শিক্ষার্থীদের বিভিন্ন ফি কমানো হোক, সরকারি অনুদান বাড়ানো হোক।
শিক্ষার্থীদের বলা হয় বিশ্ববিদ্যালয়ের প্রাণ। তাদের জন্যই প্রতিষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ও সরকারি অনুদানে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বেতন-ভাতা পরিশোধ করা হয়।
এক নজরে ১২ হাজার শিক্ষার্থী হিসেবে ধরে বশেমুরবিপ্রবির ২০২০-২১ অর্থ বছরের পরিচালনা বাজেট পর্যালোচনা করা যাক।
মোট বাজেট ৫৪ কোটি ২ লক্ষ টাকা।
বিশ্ববিদ্যালয় দিচ্ছে ২২ কোটি,
বাকী ৩২কোটি ২ লক্ষ দিচ্ছে রাষ্ট্র।
শতাংশ হিসেবে,
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল দিচ্ছে মোট বাজেটের প্রায় ৪০.৭৩ শতাংশ।
বাকী ৫৯.২৭ শতাংশ দিচ্ছে রাষ্ট্রীয় কোষাগার।
১২ হাজার শিক্ষার্থীর মাথাপিছু বাৎসরিক মোট ব্যায় ৪৫,০১৬৳ ।
মাসিক মোট ব্যায় ৩,৭৫১ টাকা।
বশেমুরবিপ্রবির ২০২০-২১ অর্থবছরের পরিচালনা বাজেট বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ১২ হাজার শিক্ষার্থীর প্রত্যেকের পিছনে মাথাপিছু মাসিক খরচ ৩,৭৫১ টাকা।
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে প্রতি শিক্ষার্থীর পিছনে মাসে খরচ ১,৫২৮৳ প্রায়।
বাকী দুই হাজার দুইশ তেইশ টাকা (২২২৩৳) রাষ্ট্র খরচ করছে।
বছরে ৪৫ হাজার টাকার মধ্যে ১৮ হাজারের বেশি দিচ্ছে বিশ্ববিদ্যালয়। এই আয়ের উৎস প্রধানত শিক্ষার্থীদের বিভিন্ন ফি। বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থীই নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার থেকে পড়তে এসেছে। অন্য অনেক বিশ্ববিদ্যালয় থেকে বশেমুরবিপ্রবিতে তুলনামূলক বেশি ফি নেওয়া হয় বলে শিক্ষার্থীরা ফি কমাতে দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও তা কর্ণপাত করছেনা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বস্তুত, শিক্ষার্থীদের ফি কমাতে হলে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা বাজেটে ঘাটতি পড়ে যাবে। তাই শিক্ষার্থীদের বিভিন্ন ফি কমানোর পাশাপাশি সরকারি অনুদান বৃদ্ধিও প্রয়োজন।
তানবির আলম খান,
সাধারণ সম্পাদক,
বশেমুরবিপ্রবি প্রেসক্লাব।
Leave a Reply