শীতে করোনা পরিস্থিতির আরও অবনতি হওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আসছে শীতে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে জানিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ তিনি
আজ রবিবার (২০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান নেওয়ার সময় তিনি এই নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদান নেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস মোকাবিলায় আন্তরিকতার সঙ্গে কাজ করেছে সবাই।
এই কারনেই হয়তো আমরা করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছি। তবে সামনে শীত, পরিস্থিতি আরেকটু হয়তো খারাপের দিকে যেতে পারে। তবুও আমাদের এখন থেকে প্রস্তুত গ্রহণ করতে হবে।
Leave a Reply