শুক্রগ্রহে প্রাণের ইঙ্গিত পেয়েছেন বিজ্ঞানীরা।আর নাসা ঘোষণা করেছে, মহাকাশে ভিনগ্রহে প্রাণের সন্ধানে এবার তারা শুক্রগ্রহকে অগ্রাধিকার দেবে। ঠিক এমন সময়ে রাশিয়া শুক্র গ্রহটি তাদের সম্পত্তি দাবি করল।
রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান দিমিত্রি রোগোজিন এ দাবি করেন।রাশিয়ার রাজধানী মস্কোয় একটি অনুষ্ঠানে দাবি করে তিনি বলেম ” শুক্রগ্রহ রাশিয়ান গ্রহ।”
দিমিত্রি আরো বলেন, ‘রাশিয়া প্রথম এবং একমাত্র দেশ, যারা শুক্র গ্রহের মাটি ছুঁয়েছে। ‘
তার বক্তব্য অনুযায়ী ৬০, ৭০ ও ৮০-র দশকে রাশিয়া একাধিকবার শুক্র গ্রহের মাটিতে নেমেছে। এবং রাশিয়ার মহাকাশযানই প্রথম ওই গ্রহ সম্পর্কে তথ্য পাঠিয়েছে পৃথিবীকে।
শুক্র গ্রহ দেখতে ঠিক নরকের মতো। রাশিয়ান মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ঘোষণা করে বলেন ” রাশিয়া স্বাধীন ভাবে ফের শুক্রগ্রহে অভিযান চালাতে চাই। আর কোনও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যৌথভাবে নয়,বরং এককভাবে। ”
সম্প্রতি নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা জানান যে, তারা শুক্রের বায়ুমণ্ডলে ফসফিন নামে একটি গ্যাস শনাক্ত করেছেন,যা গ্রহের বায়ুমণ্ডলের মধ্যে জীবনের উপস্থিতির নির্দেশ করতে পারে।
পৃথিবীর বায়ুমণ্ডলেও এই একই গ্যাস রয়েছে।
Leave a Reply