সিলেট ও সুনামগঞ্জে বন্যার্তকবলিত ৫ হাজার অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ মো. খসরু চৌধুরী প্রতিষ্ঠিত কেসি ফাউন্ডেশন।
সিলেটের শিববাড়ী ঘাট ও সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহআলম জানান, আমরা কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খসরু চৌধুরীর নির্দেশনায় ৫ হাজারের অধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। ৩টি টিমে ভাগ হয়ে কেসি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা সিলেট ও সুনামগঞ্জের বন্যার্ত অসহায় পরিবারদের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছে।
Leave a Reply