করোনা আক্রান্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ জয়পুরহাট ২ আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ তার স্ত্রী মেহবুবা আলমের রোগ মুক্তি ও সুস্থতা কামনায় জয়পুরহাট জেলা ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিতহয়।
দোয়া মাহফিলে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম হাক্কানী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান টিটু,সদস্য কৃষিবিদ মোস্তাইন কবির তুহিন,জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন,যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা মেহমুদ তমাল, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজা,উপ-প্রচার সম্পাদক জাহিদ হাসান পল্লব, জয়পুরহাট সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, ধামইরহাট উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সাগর, কলেজ ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক ছাব্বির হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছসেবক লীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশনেন।
পরে আবু সাঈদ আল মাহমুদ স্বপনসহ তার স্ত্রী মেহবুবা আলমের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
Leave a Reply