গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত ১৫ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে বিশ্ববিদ্যালয় ভর্তিতে “বৃহত্তর ফরিদপুর” এর জন্য ২০% কোটা বরাদ্দ রাখার বিষয়ে প্রস্তাব করা হয়। এর বিপক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছে শিক্ষার্থীরা। এদিকে আজ বুধবার এই কোটা বাতিলের দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাজমুল মিলন ও গণিত বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রোমিয় রহমান এই স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা জানান এটা কোটা সংরক্ষণের মূল লক্ষ্যের সাথে সাংঘর্ষিক।এই কোটা সংবিধানের ১৯ নং অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক সিদ্ধান্ত। একই সাথে এ সিদ্ধান্ত ভর্তি বাণিজ্য চর্চার পথকে সুগম করবে।সুতরাং এই প্রস্তাব দ্রুত বাতিলের পাশাপাশি যেকোনো সিদ্ধান্ত গ্রহণে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা নিশ্চিতের দাবি করা হয়েছে উক্ত স্মারকলিপিতে।
Leave a Reply