পাবনায় নতুন করে করোনা আক্রান্ত ৩১ জন বলে কিছুক্ষণ আগে রাজশাহী ল্যাব থেকে নিশ্চিত হওয়া গেলেও নতুন করে ৫৭ জন আক্রান্তের খবর নিশ্চিত করা গিয়েছে।এর আগে রাজশাহী ল্যাব থেকে প্রাপ্ত খবরে জেলায় ৩১ জন করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। কিন্তু ঢাকার ১৪৮ টি নমুনা পরীক্ষা করে নতুন করে গত ২৪ ঘন্টায়ই আরো ২৬ জনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে কোন উপজেলায় কতজন,তা ঢাকার রিপোর্ট থেকে এখনো জানা যায় নি। রাজশাহীর রিপোর্ট এর ৩১ জনের ২৬ জন পাবনা সদর,ডাক্তার সহ ৪ জন ঈশ্বরদীতে ও একজন আটঘরিয়ায়।
Leave a Reply