৩৩ মিনিট আটকে থাকার পর সামজিক বিজ্ঞান অনুষদের লিফটের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মমিনুর মুহিতকে।
আজ মঙ্গলবার(৩০ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের দশতলা বিশিষ্ট সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের ১ তলা থেকে ৫ তলায় উঠার সময় ৫ তলায় যাওয়ার পর লিফটের ভিতর প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় এবং লিফটের ভিতর আটকা পরে মুমিন। সমস্যাটি বুঝতে পেরে দ্রুত তার বিভাগের বিভাগীয় প্রধান আসিফ ইকবাল আরিফকে জানানোর পর তিনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.উজ্জ্বল কুমার প্রধানের সাথে যোগাযোগ করেন। এরপর লিফট প্রকৌশলীরা এসে তাকে উদ্ধার করে।
এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.উজ্জ্বল কুমার প্রধান বলেন, “আমি বিষয়টি অবগত হওয়ার পর লিফটের দায়িত্বে থাকা প্রকৌশলী দলকে জানাই। তারা এসে লিফট সচল করে তাকে উদ্ধার করে। আর আমি ইতিমধ্যে লিফট কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা সকল ব্যবস্থা নিবে। আশা করি এরকম ঘটনার পুনরাবৃত্তি আর ঘটবে না।”
নৃবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আসিফ ইকবাল আরিফ বলেন, “আমার কাছে ভুক্তভোগীর ফোন আসার পর আমি দ্রুত প্রক্টর স্যারকে জানাই। আমি পরীক্ষা নিচ্ছিলাম ছাত্রদের। পরীক্ষা বাদ দিয়েই আমি লিফটের সামনে যাই। সেখানে গিয়ে দেখি লিফট এলার্ম দিচ্ছে আউট অফ সার্ভিস। আমি প্রধান প্রকৌশলীকে ফোন দেই। কিন্তু তিনি ব্যস্ত থাকায় আসতে পারেন নি। কিছুক্ষণ পর কয়েকজন প্রকৌশলী এসে লিফটে উদ্ধার কাজ শুরু করে। পরবর্তীতে তারা উদ্ধার করতে সক্ষম হয়। আর আমার কাছে মনে হয় লিফটের জন্য দক্ষ প্রকৌশলীর অভাব রয়েছে।”
ভুক্তভোগী শিক্ষার্থী মমিন বলেন, “বিভাগীয় প্রধান আসিফ ইকবাল আরিফ স্যারকে ফোন দেই। স্যার সাথে সাথেই প্রক্টর স্যারকে ফোন দিয়ে প্রকৌশলী আনার ব্যবস্থা করলো এবং স্যারের ক্লাস ও পরীক্ষা ফেলে রেখে এসে লিফটের বাইরে পুরোটা সময় দাঁড়িয়ে থেকে আমাকে ফোনে সাহস যোগাচ্ছিলো। প্রায় ৩৩ মিনিট পর বাইরের অক্সিজেনে শ্বাস নিতে পেরেছি।”
পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান বলেন, “লিফটের সমস্যাটি সাময়িক। এখনো কাজ চলমান রয়েছে, এজন্যই সমস্যাগুলো হচ্ছে। দ্রুতই এ সমস্যা সমাধান হয়ে যাবে আশা করি।”
Leave a Reply