গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও ব্যবস্থাপনায় ২০১০ সালের ১ জানুয়ারি প্রথমবার সারাদেশের সব স্কুলে একযোগে বই বিতরণ উৎসব শুরু হয়। সেই ধারাবাহিকতায়, ১৪-তম বারের মতো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বই বিতরণ উৎসব আয়োজিত হয় শহীদ মহাত্মা রাইচরন বৈরাগী প্রতিষ্ঠিত আস্কর কালীবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে। এই কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রীকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষার্থী ও অভিভাবকগণ প্রাণভরে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়।
প্রতিষ্ঠান প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া উপজেলা শিক্ষা অফিসার জনাব নজরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ছিলেন একাডেমিক সুপারভাইজার জনাব প্রান কুমার ঘটক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম কুমার দত্ত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি জনাব সুমন কান্তি বাড়ৈ।উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব দীপক অধিকারী।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন-গর্ভণিং বডির সদস্য
জনাব অসীম পান্ডে, মিঠুন বাড়ৈ, সিনিয়র শিক্ষক হরনাথ হালদার, প্রফুল্ল হালদার, স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারী, অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী পদমর্যাদা), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, জনাব আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ (এমপি) এর আনুকুল্যে এই প্রতিষ্ঠানটি এতদূরে এগিয়ে আসতে সক্ষম হয়েছে। তাই প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার প্রতি অশেষ কৃতজ্ঞতা।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
Leave a Reply