পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া গ্রামে “একটাই জীবন তাকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” প্রতিপাদ্যকে সামনে রেখে চতুর্থ বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৩ এপ্রিল (শনিবার) ঐতিহ্যবাহী কোল মাঠ প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ২৯ টি ইভেন্টে এলাকার প্রায় ৫ শতাধিক প্রতিযোগি অংশ গ্রহণ করেন।
উক্ত আয়োজনের অনুষ্ঠান সূচীতে ছিলো ক্রীড়াবিদদের মাঠে সমাবেশ সকাল ৮:০০ মিনিট, অতিথিবৃন্দের আসন গ্রহণ ও ব্যাচ প্রদান ৮:১৫ মিনিট, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শপথ গ্রহণ ৮.২০ মিনিট,জাতীয় পতাকা উত্তোলন ৮.২৫ মিনিট, ৮:৩০ মিনিট,উদ্বোধনী ঘোষনা ৮:৪০মিনিট, মশালসহ মাঠ প্রদক্ষিণ ৮:৪৫ মিনিট,ক্রীড়া প্রতিযোগিতা শুরু সকাল হয় ৯ টায়, দুপুরের বিরতি ১.০০ মিনিট এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় বিকেল ৫ টায়।
৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রসঙ্গে নওদাপাড়া স্পোর্টস ডোনার ক্লাবের সভাপতি মোস্তফা কামাল বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও বিপুল উৎসাহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। ঐতিহ্যবাহী এই ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহের আমেজ বিরাজ করে। তাই এই আয়োজন জমকাল করতে ব্যাপক প্রস্তুুতি নেয়া হয়েছে।
উক্ত আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন নওদাপাড়া গ্রামের কৃতি সন্তান ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম বকুল সরদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ফিরোজ হোসেন বাকি ইউপি সদস্য দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ।
উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ গোলাম মোস্তফা আল্লেখ সরদার। ধারা বর্ণনায় ছিলেন জনাব মোঃ জিল্লুর রহমান জিন্নাহ, মোঃ হামিদুল ইসলাম শামীম, মোঃ আশিকুর রহমান ও মোঃ শামীম হোসেন। দিন ব্যাপী ক্রীড়া পরিচালনা করেন জনাব মোঃ রহিম মাস্টার,মোহাম্মদ আবদুল হান্নান ও হাবিবুর রহমান পিন্টু। উক্ত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে নওদাপাড়া স্পোর্টস এন্ড ডোনার ক্লাব।
Leave a Reply