সামাজিক দূরত্ব না মেনে শোডাউনে ভিপি নূর,একের পর এক আইন ভেঙে ব্যাপক সমালোচনার মুখে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি ও কোটা আন্দোলনের নেতা নূরুল হক নূরুকে দেখা যায় সারাক্ষণ সরকার বিরোধী কথা বলতে। করোনার প্রাদুর্ভাব শুরুর পর থেকেই প্রায়ই ফেইসবুক লাইভে এসে ও বিভিন্ন ফেইসবুক লাইভ টকশোতে সামাজিক দূরত্ব না মানা ও সরকারের বিরুদ্ধে জ্বালাময়ী বক্তব্যে তিনি ছিলেন সরব। কিন্তু সারাক্ষণ নীতিবাক্যের বুলি আওড়ানো ভিপি নূরকেই দেখা গেছে একের পর এক আইন ভাঙতে।আজ কোটা সংস্কার আন্দোলনের গ্রুপে দেখা যায় মাহফুজুর রহমান খান নামের এক তার দলীয় ব্যাক্তি কোটা আন্দোলনের গ্রুপে ভিপি নূরুর বাইক শোডাউনের ভিডিও শেয়ার করেছেন।
সেখানে দেখা যায় একাধিক আইন ভঙ্গ করে চলেছেন ভিপি নূর ও তার সঙ্গীয় ব্যাক্তিরা। কারো মাথায় ছিলো না হেলমেট। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব তো মানেনই নাই কেউ। উপরন্তু কারো মুখে ছিলো না মাস্ক।সারাক্ষণ নীতিবাক্য আওড়ানো ভিপি নূর আইন নিয়ে -সরকার নিয়ে সারাক্ষণ সমালোচনা থাকলেও একটা ছোট ভিডিওতে তাকে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে দেখেছে দেশের জনগণ। এ নিয়ে তার কোটা আন্দোলন গ্রুপেও তীব্র সমালোচনার মুখে পরেছেন তিনি।
লাইভ ভিডিওর পোস্টে কিছু কমেন্ট পাঠকদের সামনে হুবাহু তুলে ধরা হলো-
RA Sohan
আহারে বেচারা জনসেবা বাদ দিয়ে রাজনৈতিক সোডাউন করে বেরাই, কই গেল ওনার মানবিকতা যেখানে রাব্বানী জীবন বাজি রেখে কাজ করে আর ওনি করে হোন্ডার রাজনীতি।
MD Hasan Sheikh
সেফটি কই ভাই
মোঃ আনোয়ার হোসেন আসাদ
হেলমেট নাই কেনো।আপনাদের
Mahmodul Hasan Sagar
কোটা আন্দোলন থেকে এই ছেলেগুলোরকে নিয়ে দেশের রাজনীতির গুনগত পরিবর্তন আশা করেছিল অনেকেই। আমি নিজেও।
কিন্তু তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারাও তথাকথিত লোকদেখানো নষ্ট রাজনীতিকেই অনুসরণ করছে…
এমন একটি বিপদজনক পরিবেশের মধ্যে mask ছাড়া এক বাইকে ২ জন থেকে ৩ জন ব্যাক্তি বাইকে উঠে এইভাবে শোডাউন দেওয়া অবশ্যই নষ্ট রাজনীতি।
Ahaduzzaman Bipul
কোটা আন্দোলন থেকে এই ছেলেগুলোরকে নিয়ে দেশের রাজনীতির গুনগত পরিবর্তন আশা করেছিল অনেকেই। আমি নিজেও।
কিন্তু তাদের কার্যক্রম দেখে মনে হচ্ছে তারাও তথাকথিত লোকদেখানো নষ্ট রাজনীতিকেই অনুসরণ করছে…
এমন একটি বিপদজনক পরিবেশের মধ্যে mask ছাড়া এক বাইকে ২ জন থেকে ৩ জন ব্যাক্তি বাইকে উঠে এইভাবে শোডাউন দেওয়া অবশ্যই নষ্ট রাজনীতি।
Imran Hosen Tuhin
এতদিনে বলদ প্রমাণ হলো,সামাজিক দূরত্ব কই,হেলমেট কই???
Hossain Mahmud
এই গ্রুপে মানুষকে করোনার ভয় দেখানো হয় কিন্তু তারা ঠিকই মাস্ক ও সামাজিক দুরত্ব বজায় না রেখে আইন অমান্য করছে!!!??? নিজেকে বাংলাদেশের নেতা মনে করছে নুরু!!!
Leave a Reply