করোনা পরবর্তীতে কারা নিয়ন্ত্রণ করবে বিশ্ব অর্থনীতি এই নিয়ে কানাঘুঁষা পুরনো।
করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে পৃথিবী। সেই হাত থেকে রক্ষা পায়নি বৈশ্বিক অর্থনীতিও। আমরা একটু খেয়াল করি করোনা ভাইরাসের পূর্ববর্তী অর্থনীতি। যেখানে বিশ্ব অর্থনীতি পরিচালনা করতো মার্কিন যুক্তরাষ্ট্র। তারা এমন ভাবে শাসন করছিলো যে কোনো দেশের পক্ষেই তাদের হারানো সম্ভব ছিলো না। খুবই মজবুত ছিলো তাদের অর্থনীতি ব্যবস্থা । এরপরই ছিলো চীন। তারাও সকল দিক দিয়ে শক্তিশালী ছিলো। কিন্তু কোনোভাবেই যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারছিলো না। এমন ভাবে জাল ছড়িয়ে রেখেছিলো মার্কিনীরা যে তাদের কাছে আসতেই হবে।
কিন্তু এক করোনা ভাইরাস সবকিছু উল্টো করে দিলো। পৃথিবীর সাথে থমকে গেছে বৈশ্বিক অর্থনীতি। সকল ধরনের উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়েছে বিশ্ব নেতারা। এখন সবাই ব্যস্ত দেশের নাগরিকদের বাচাতে। ব্যার্থ হয়েছে মার্কিন সরকার। তাদের টাকা আছে কিন্তু নেই চিকিৎসার পর্যাপ্ত সরঞ্জাম। যেখানে ঔষধের জন্য ভারতের সাথে কথা কাটাকাটি করতেও পিছ পা হয়নি।অন্য দেশ গুলোর কথা বাদ ই দিলাম।
কিন্তু একটু খেয়াল করলে দেখা যায় সবথেকে আলাদা একটি দেশ, একটি শক্তি। যারা করোনা ভাইরাসকে হারিয়ে এখন বিশ্ব অর্থনীতি শাসন করতে যাচ্ছে। যেখানে সারা পৃথিবী লকডাউন সেখানে চীন ৪ এপ্রিল সকল লকডাউন খুলে দিয়েছে। যেখানে সারা বিশ্ব উৎপাদন বন্ধ করে দিয়েছে সেখানে চীন উৎপাদন বাড়াচ্ছে।
এসব থেকে একটা বিষয় পরিস্কার যে করোনা পরবর্তীতে বিশ্ব অর্থনীতি শাসন করতে যাচ্ছে চীন। চীনারা করোনা ভাইরাসকে হারিয়েছে। উৎপাদনে মন দিয়েছে। এবং করেও যাচ্ছে। যেখানে করোনা পূর্ববর্তী যুক্তরাষ্ট্র বন্ধ সেখানে করোনা চলাকালীন চীন সচল।
সকল দিক বিবেচনা করলে দেখা যায় পরবর্তীতে পৃথিবী শাসন করতে যাচ্ছে শি জিং পিং, সেই সাথে বিশ্ব অর্থনীতির চালকের আসনে চীন যাচ্ছে।
Leave a Reply