করোনা ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে বিশ্ব।বাদ যায়নি বাংলাদেশও। আর এর ছোয়া বিশ্ব ক্রিকেটের ন্যায় লেগেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনেও।বন্ধ হয়ে আছে সব খেলা ও অনুশীলন।তবে করোনা মোকাবিলা করার জন্য দেশের ক্রিকেটাররা বিভিন্ন ধরনের তহবিলে গঠন করে যাচ্ছে। দলীয় ভাবে তামিম ইকবালের নেতৃত্বে তাদের সম্মানীর অর্ধেক অর্থ প্রদান করছেন করোনা ভাইরাসের আক্রমণে অসহায়দের সাহায্যের জন্য। সবাই নিজস্ব ভাবে সাহায্য করে যাচ্ছেন।
ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজ এলাকায় ত্রান দিয়েছেন এবং সে ধারা অব্যাহত রেখে দেশজুড়ে প্রশংসিত হয়েছেন । বর্তমান অধিনায়ক তামিম ইকবালও চালিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের কার্যক্রম। বর্তমানে নিষিদ্ধ সাকিব আল হাসানও পিছিয়ে নেই। সকলেই বিভিন্ন ভাবে সাহায্য করে যাচ্ছেন।
এবার কিছু ক্রিকেটার তাদের স্মরণীয় ক্রিকেট সরনঞ্জামাদিও নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। মুশফিকুর রহিম তার ডাবল সেঞ্চুরির ব্যাট, নাঈম শেখ ভারতের বিপক্ষে করা ৮১ রানের সেই ব্যাট কিংবা মোসাদ্দেক হোসেনে উইন্ডিজের বিপক্ষে জয়ের অবদান রাখা ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়েছেন। এখান থেকে অর্জিত সকল টাকা ব্যায় হবে অসহায়দের সাহায্যের জন্য।
কিন্তু করোনা ভাইরাসের কারণে জনসমাগম নিষিদ্ধ হওয়ায় নিলাম কার্যক্রম চালানো সম্ভব হচ্ছে না। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়ে যাচ্ছেন নিলামের প্রচারণা । দেশবাসীর সাথেই ক্রিকেট যোদ্ধারাও অপেক্ষা করে আছেন একটা সুন্দর দিনের,সুন্দর সকালের।
Leave a Reply