পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ৮ টি মাধ্যমিক প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রথম বারের মত গণিত ও বিজ্ঞান বিষয়ের উপর আন্তঃ উপজেলা (আটঘরিয়া) প্রতিযোগিতা মূলক মূল্যায়ন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ ফেব্রুয়ারি (শনিবার) দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানের গণিত ও বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষক আশরাফুল আলম নয়ন,ডেঙ্গারগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এস এম শহিদুল্লাহ, সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে মোঃ আব্দুল কাদের,আতাউর রহমান, মনিরুল ইসলাম, কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে আব্দুল্লাহ আল মামুন, একদন্ত উচ্চ বিদ্যালয় থেকে রবিউল ইসলাম, মাসুদ রানা, চৌকিবাড়ি গোপালপুর উচ্চ বিদ্যালয় থেকে আজমল হোসেন এবং দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয় থেকে দেব্রবত পাল প্রমুখ।
প্রতিযোগিতায় উপস্থিত কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়া আফরিন বলেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্লাটফর্ম, এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বিজ্ঞান ও গণিত বিষয়ে দক্ষতা অর্জন করতে পারব। এমন একটি যুগোপযোগী পদক্ষেপ নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে সকল শিক্ষকদের ধন্যবাদ জানাই।
প্রতিযোগিতা সম্পর্কে জানতে চাইলে বি. টি. এ আটঘরিয়া উপজেলার সাধারণ সম্পাদক এবং কয়রাবাড়ি বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ে জানার আগ্রহ ও প্রতিযোগী মনেভাব সৃষ্টি হবে। উপজেলার বিজ্ঞান শিক্ষকদের এই সিদ্ধান্তকে ধন্যবাদ জানাই। আমি তাদের সার্বিক সযোগিতা করতে প্রস্তুুত।
Leave a Reply