বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত  নারী শিক্ষার্থীর থেকে চাঁদা দাবি; কথিত সাংবাদিককে শিক্ষার্থীদের গণধোলাই নোবিপ্রবিতে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ১০১ শিক্ষক-শিক্ষার্থী যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স সফলভাবে সম্পন্ন   নোবিপ্রবির শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসী হামলা নোবিপ্রবিতে সিজিপিএ ভিত্তিতে ছাত্র পরিষদে মনোনয়ন : শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ নোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব ১৮ জুন বিয়ের প্রলোভন দেখিয়ে বরখাস্ত নোবিপ্রবি শিক্ষক : ছাত্রীরও শাস্তির দাবি শিক্ষার্থীদের 

ডা. মুকিতের উদ্যোক্তা হওয়ার গল্প ও একটি সাক্ষাৎকার!

মনজুরুল ইসলাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২০
  • ১১৫১ ০০০ বার

চাকরির হাতছানি পেছনে ফেলে উদ্যোক্তা হয়েছেন ডা. মুকিত।  ডা. মুকিতের উদ্যোক্তা হওয়ার গল্পটা কিন্তু সহজ নাহ!

কেউ হতে চায় সরকারি বা বেসরকারী চাকরিজীবি কেউবা আবার উদ্যোক্তা। দেশে বেকারত্ব বাড়ছে দিন দিন সেটা কারো অজানা নয়। উদ্যোক্তা হয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এর একটি সমাধান হতে পারে। তেমনই একজন উদ্যোক্তা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডাঃ মোঃ মুকিত মাহমুদ। তিনি ভেটেরিনারি মেডিসিন থেকে স্নাতক শেষ করেছেন, মাইক্রোবায়োলজি এ্যান্ড হাইজিনে স্নাতকোত্তরে অধ্যায়নরত আছেন। তরুন নবীন উদ্যোক্তাদের অনুপ্রেরণা ডাঃ মুকিত মাহমুদ দীর্ঘ দিনের কঠোর পরিশ্রম, নিরলস প্রচেষ্টা, সততা আর নিষ্ঠার দ্বারা গড়ে তুলেছেন তার নর্দান সেফ এগ্রো (NSA)।

বাংলাদেশ সারাবেলার প্রতিনিধি মোঃ মনজুরুল ইসলাম এর সাথে একান্ত আলাপচারিতায় ডাঃ মুকিত মাহমুদ জানিয়েছেন তার উদ্যোক্তা হওয়ার গল্প, ব্যক্তিগত জীবন, পেশাগত অভিজ্ঞতা, ভবিষৎ পরিকল্পনা ইত্যাদি। 

বাংলাদেশ সারাবেলা : আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি?

 

ডাঃ মুকিত : ওয়ালাইকুমুস সালাম, আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি।

 

বাংলাদেশ সারাবেলা : আপনার উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পটা বলেন?

 

ডাঃ মুকিত : আসলে ২০১৭ সাল থেকে আমরা ৫ বন্ধু মিলে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ফাওমি মুরগির ছোট একটি ফার্ম করি। তখন থেকেই আমি বিভিন্ন ধরনের ফার্মে নিয়মিত পরিদর্শন করতাম। একটা বিষয় আমি খুব কাছ থেকে অনুধাবন করেছিলাম এদেশে গবেষনায় কোন বড় বিনিয়োগ  হয় না। বিনিয়োগ করতে সক্ষম এমন অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু তারা গবেষণার বিষয়ে উদাসীন। তখন আমার মনে হয়েছে যে এমন একটা প্রতিষ্ঠান দরকার যার লাভের একটা অংশ দিয়ে ভালো মানের ফলিত গবেষনা করা যাবে। আমি যেহেতু কৃষিবিদ হবো তাই আমার প্রতিষ্ঠানটি হবে কৃষিভিত্তিক। তখন থেকেই অনেক পরিকল্পনা, অবশেষে ২০১৯ এর জানুয়ারিতে সূচনা আমার নর্দান সেফ এগ্রোর(NSA)।

 

বাংলাদেশ সারাবেলা : আপনার নর্দান সেফ এগ্রোর মধ্যে কি কি ধরনের প্রজেক্ট রয়েছে?

 

ডাঃ মুকিত : আমার নর্দান সেফ এগ্রোর মধ্যে গরুর ফার্ম, ফাওমি মুরগির ফার্ম, বানিজ্যিক পুকুর, নার্সারি পুকুর, বিভিন্ন ফলের বানিজ্যিক বাগান, ভার্মি কম্পোস্ট প্লান্ট, ছাগলের ফার্ম রয়েছে। এছাড়া দেশি ও বিদেশি ফলের উন্নত জাত সমৃদ্ধ জার্মপ্লাজম সেন্টারও রয়েছে। 

 

বাংলাদেশ সারাবেলা : অনেক বড় একটি প্রজেক্ট, এর জন্য তো ফান্ডের প্রয়োজন, এই ফান্ড কিভাবে  জোগাড় করলেন? 

 

ডাঃ মুকিত : ব্যাংক লোন নিয়ে শুরু করা যেত কিন্তু আমি একটু অন্যভাবে চেস্টা করেছি। মূলত এই এগ্রো ফার্মে বিনিয়োগ করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার কিছু একান্ত  শ্রদ্ধাভাজন শিক্ষকমন্ডলী, বড় ভাই, আমার বন্ধু ও বান্ধবী এমনকি অনেক জুনিয়রও। আমার একজন আত্মীয়ের জমি লিজ নিয়ে এটা শুরু করেছি। সবার সম্মিলিত প্রচেস্টা ও বিনিয়োগেই এই এগ্রো ফার্মটি করা।

 

বাংলাদেশ সারাবেলা : ছাত্রবস্থায় এতবড় চাপ নিতে কোনো ভয় বা সমস্যার সম্মুখীন হননি কখনো?

 

ডাঃ মুকিত : সত্যি কথা বলতে ভয় আমি কখনোই পাইনি। সাহস নিয়ে সামনে এগিয়েছি। আমার মাথায় সবসময় ছিলো রিস্ক নিতে হবে। আর সমস্যার কথা যদি বলি, যেকোন কাজে সমস্যা থাকবেই কিন্তু সমস্যার সমাধানও তো আছে। কিছুটা সমস্যায় পড়তে হয়েছে, মানুষের নানা ধরনের কথার সম্মুখীন হয়েছি তবে তা আমার বাঁধা হয়ে দাড়াতে পারেনি। বাধা-বিপত্তি এসেছে  কিন্তু সমাধানও হয়েছে।

 

বাংলাদেশ সারাবেলা : আপনার ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে যদি বলতেন?

 

ডাঃ মুকিত : ভবিষৎ নিয়ে সবারই চিন্তা ভাবনা থাকে আমারও আছে। আপাতত আমার এগ্রো ফার্মকে প্রতিষ্ঠিত করা ও পাশাপাশি আমার উচ্চ শিক্ষা চালিয়ে যাওয়া। সুযোগ পেলে দেশের বাইরে ভালো কোন ল্যাবে পিএইচডি করার ইচ্ছা আছে ইনশাহআল্লাহ্।

 

বাংলাদেশ সারাবেলা : কৃষিক্ষেত্রের ভবিষৎ সম্পর্কে আপনার মতামত?

 

ডাঃ মুকিত : বাংলাদেশের কৃষি সেক্টর এর উজ্জ্বল সম্ভাবনা আছে যদি শিক্ষিত যুবসমাজ এদিকে এগিয়ে আসে। কৃষিকে আধুনিকায়নে শিক্ষিত যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে ও সবাইকে কৃষিতে বিনিয়োগ বাড়াতে হবে। সবাই চাকরির পিছে না ছুটে উদ্যোক্তা হলে আত্মকর্মসংস্থান হবে এতে দেশের বেকারত্ব অনেকাংশে কমবে বলে আমার মনে হয়। বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ তাই কৃষিই আমাদের উন্নতির সবচেয়ে বড় হাতিয়ার।

 

বাংলাদেশ সারাবেলা : নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি?

 

ডাঃ মুকিত : নবীন উদ্যোক্তাদের কাজ শুরু করতে হবে বাস্তবতাকে বিবেচনা করে। ফেসবুক বা ইউটিউব দেখে আবেগের বশে লাখোপতি হবার স্বপ্ন না দেখাই বুদ্ধিমানের কাজ। সবচেয়ে বুদ্ধিমান সে যে সুন্দর পরিকল্পনা করে অভিজ্ঞদের পরামর্শ নিয়ে বাজার-ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে কাজ শুরু করে। আমি আগেও বলেছি চাকরির পিছে না ছুটে আপনি উদ্যোক্তা হয়ে আরেকজনকে চাকরি দেয়ার ব্যবস্থা করুন। এতে আপনারও মঙ্গল আর দেশেরও মঙ্গল। কৃষিখাতের ভবিষৎ উজ্জ্বল তাই কৃষিখাতে ইনভেস্টমেন্ট বাড়াতে পারলে ভালো ফলাফল পাওয়া যাবে।

 

বাংলাদেশ সারাবেলা : বাংলাদেশ সারাবেলাকে সময় দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 

ডাঃ মুকিত : বাংলাদেশ সারাবেলাকেও অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য শুভকামনা রইল।

 

নিউজটি শেয়ার করুন..

One response to “ডা. মুকিতের উদ্যোক্তা হওয়ার গল্প ও একটি সাক্ষাৎকার!”

  1. Sibbir Ahmad says:

    যারা হতাসায় আছে তাদেরকে আপনার সাথে দেখা করাতে পারলে মনে হয়না তার হতাসা থাকবে, কেননা আপনি মানুষকে অনেক আন্তরিকতার সথে কথা বলেন যেটা সবাই পারেনা

Leave a Reply to Sibbir Ahmad Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..