খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে উপজেলা আওয়ামী লীগের নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ মে) বেলা সাড়ে ১০টার সময় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজয় কুমার দেব এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল মোমিন।
সভার শুরুতে জাতীয় পতাকা উত্তোলন, বিশেষ দোয়া/প্রার্থনা ও সকল শহীদদের স্মরনে নিরবতা পালন ও আলোচনাসহ নানা কর্মসূচি পালন করে পানছড়ি উপজেলা আওয়ামী লীগ। এসময় উপদেষ্টা মন্ডলীর সদস্যরাসহ নবগঠিত উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন; বাংলাদেশ আওয়ামীলীগের ৭১সদস্য বিশিষ্ট পানছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়। বর্তমান এই কমিটি বিগত কমিটি থেকে এখন অনেক বেশি সক্রিয়। সদ্য এই কমিটি খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি’র সাংগঠনিক দক্ষতায় এখন অনেক সক্রিয়ভাবে কাজ করছে। আগামী জাতীয় সংসদ নিবার্চনে এই উপজেলা নৌকার পক্ষে বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি’র নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে আসাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরো বলেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি’র সুদক্ষ নেতৃত্বে পানছড়িতে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ব্রীজ, কালর্ভাটসহ অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নকে তরান্বিত করতে হলে আগামীতে নৌকার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানায়।
Leave a Reply