কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকার মৌলভী হেলাল নামের এক ব্যক্তির বসতবাড়ি পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ওই ক্ষতিগ্রস্ত পরিবারে পাশে ছুটে যান যুবলীগ নেতা মোহাম্মদ আজম। এসময় তাঁদের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন।
শনিবার সকাল ১০ টার দিকে সদর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা। খরব পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগে আগুনে বসতবাড়ির ভিতরের যাবতীয় আসবাবপত্র পুঁড়ে ছাই হয়ে যায়।
মৌলভী হেলাল বলেন, বন্যায় বাড়িতে পানি ঢুকেছিল। পানি কমে যাওয়ার পরে রান্না করার জন্য বাড়ির বারান্দায় একটি মাঠির চুলা তৈরি করা হয়। ওই চুলায় শনিবার সকালে রান্না শেষ করে আমার স্ত্রী বাড়ির বাহিরে গেলে চুলা থেকে আগুন সুত্রপাত হয়ে বাড়ির যাবতীয় আসবাবপত্র ও কাপড়চোপড় পুঁড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় তিনি আরও বলেন, আমি যুবলীগ নেতা আজম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি আমার বাড়ি পুঁড়ে যাওয়ার খবর পেয়ে বাড়িতে এসে নগদ ১০ টাকা সহয়তা করছেন। আমি উপজেলা প্রশাসনের সহয়তা কামনা করছি।
যুবলীগ নেতা মোহাম্মদ আজম বলেন, সকালে পেকুয়া সদরের সিকদার পাড়া এলাকায় রান্না চুলা আগুনের সূত্রপাতে একটি বসতবাড়ি পুঁড়ে যায়। আমি শুনে তাঁর বাড়িতে গিয়ে দেখি আগুনে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে ওই পরিবার। তাঁদের অসহায়ত্ব দেখে ১০ টাকা সহায়তা করেছি।
পেকুয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সোয়াইব হোসেন মুন্সি বলেন, বসতবাড়ির আগুন সূত্রপাতের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগে আগুন বাড়ির চারপাশে ছড়িয়ে গেছে। ধারনা করা হচ্ছে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হেয়েছে।
Leave a Reply