শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত  নারী শিক্ষার্থীর থেকে চাঁদা দাবি; কথিত সাংবাদিককে শিক্ষার্থীদের গণধোলাই নোবিপ্রবিতে একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ১০১ শিক্ষক-শিক্ষার্থী যবিপ্রবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় ফিজিওথেরাপি কনফারেন্স সফলভাবে সম্পন্ন   নোবিপ্রবির শিক্ষার্থীদের বাসে সন্ত্রাসী হামলা নোবিপ্রবিতে সিজিপিএ ভিত্তিতে ছাত্র পরিষদে মনোনয়ন : শিক্ষার্থীদের তীব্র ক্ষোভ

সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র

সুমন দাস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫ ০০০ বার
“যুগে যুগে ষড়ঋতুর ভাঁজে; প্রকৃতিতে চলে ভাঙ্গা-গড়ার খেলা,
সাদামাটা জীবনের দৃশ্য সমাদৃত;
মা-মাটি-মানুষের গল্পকাহিনীতে গ্রামবাংলা।”
মানুষের সহজ-সরল জীবনযাপন ও প্রকৃতির কোমলতা যেনো- ‘স্বর্গতুল্য’। গ্রামবাংলার মানুষ প্রকৃতির কাছেই বসবাস করে। ইট-পাথরের শহরের তুলনায় এই সাদামাটা আলয় কল্পনাতীত স্নিগ্ধ ও শীতল।
গ্রামবাংলার আঁকাবাঁকা রাস্তার দুইপাশে বৃক্ষরাজির শীতল বাতাস ও ডালে পাখির কিচিরমিচির কোলাহল এবং  সূর্যীমামার উদয়ে গ্রামের মানুষের দিন শুরু হয়। শীতের সম্ভাষণে ঘাসের উপর শিশির বিন্দু; বর্ষাকালে কদম, কৃষ্ণচূড়া, কামিনী ফুলের সুভাষ-গগনে সাদা ও কালো মেঘের লুকোচুরি; শরৎকালে কাশবনের আলয় প্রতিনিয়ত এই হৃদয় ছোঁয়া চিত্র প্রকৃতি প্রেমিদের ব্যাকুল করে তোলে। অতিথি পাখিদের আনাগোনা, কৃষকদের মাঠের ফসল, নদীর ধেয়ে চলার চঞ্চলতা, পাহাড়, পর্বত সবকিছুর কোমলতা ও নিবিড়তা আজ স্বর্গের মুগ্ধতার মত গ্রামের সৌন্দর্যে প্রস্ফুটিত হচ্ছে। প্রকৃতি সদা নবীনত্ব সৌন্দর্যের জমিদারি ঢেলে দেয় গ্রামবাংলায়।
প্রকৃতপক্ষে, গ্রামের মানুষেরা ভ্রাতৃত্বের বন্ধনে মিলেমিশে বসবাস করে। পুরুষেরা লুঙ্গী, জামা, প্যান্ট, পাঞ্জাবী ও নারীরা শাড়ি, সালোয়ার, কামিজ ইত্যাদি পড়ে থাকে। তাঁরা বিভিন্ন পেশায় নিয়োজিত যেমন: কেউ কৃষক, কেউ ডাক্তার, কেউ চাকরিজীবী, কেউ গাড়ি চালক, কেউ ব্যবসায়ী ইত্যাদি। গ্রাম্য  মানুষদের বাড়িগুলো বেশিরভাগ পকা ও আধা পাকা টিনের ঘর হয়ে থাকে। খেটে খাওয়া মানুষেরা জমিতে ধান, পাট, গম, শাক-সবজি; পুকুরে মাছ; খামারে গরু, ছাগল ও বাড়ির চারপাশে বিভিন্ন ফুল-ফল উৎপাদন করে থাকে। ছেলে-মেয়েরা স্থানীয় শিক্ষা  প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষা গ্রহণ করে থাকে। গ্রামে সাধারণত মাটির রাস্তা বেশিরভাগ যোগাযোগে ব্যবহার করা হয়, তবে কিছু গ্রামের মানুষ নৌকায়ও চলাচল করে থাকে জলাবদ্ধতার কারণে। গ্রামের মানুষেরা মূলত উদার মনের হয়, মানুষকে বিশ্বাস করে, আতিথিয়েতা পছন্দ করে, বড় কোনো অপরাধে জড়িয়ে পড়ে না।
অদ্ভূত মায়ায় জড়ানো গ্রামবাংলার প্রকৃতি ও মানুষের জীবন্ত চিত্র। বাস্তবতার নিরিখে দেখা যায়, মানুষ মানুষের জীবন নাশ করছে, সম্পত্তির জন্য মারামারি করছে ও রক্তের সম্পর্ক ছিন্ন করছে, যা গ্রামের নিবিড়তা ও বিশুদ্ধ বাতাসকে কলুষিত করছে। আর্থিক সচ্ছলতার সুযোগে মানুষ নির্বিচারে গাছপালা উজার করছে ও তাদের আবাসস্থল গড়ে তুলছে। ফলশ্রুতিতে, প্রাকৃতিক ভারসাম্য ও সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্রকৃতি প্রেমি এবং মানবিক মানুষদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা সবাই গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে সচেতন হোন ও প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য বর্ধন এবং অটুট রাখতে ঐক্যবদ্ধ হোন। তাহলে, সবুজের সজীবতায় গ্রামবাংলার অস্তিত্ব রক্ষা হবে এবং সৌন্দর্য হৃদয়ে ছন্দ ছড়াবে ও মানুষদের স্মৃতির স্মারক হয়ে থাকবে।
লেখক
সুমন দাস,
সাবেক শিক্ষার্থী,
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-৮১০০

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..