বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৩:০৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
জামিনে মুক্তি পেলেন সাবেক সহকারী প্রক্টর দ্বীন ইসলাম রবীন্দ্র জয়ন্তীর কেন্দ্রীয় কর্মসূচিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে দেওয়ান—শাওন ব্যাগ ভর্তি টাকা সহ সুজানগর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আটক কক্সবাজার জেলায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার মহসিন, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী সোলায়মান যবিপ্রবিতে দুই দিনব্যাপী শুরু হতে যাচ্ছে বৈশাখী মেলা ও লোকসংস্কৃতি উৎসব চকরিয়ার হারবাংয়ে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু শহীদ এম মনসুর আলী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আর নেই আটঘরিয়া উপজেলা নির্বাচন ২৯ মে, চেয়ারম্যান পদে লড়বেন ৩ জন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে দৈনিক সমকালে অপপ্রচারের বিরুদ্ধে  শিক্ষক সমিতির প্রতিবাদ বর্ণাঢ্য আয়োজনে হকৃবিতে প্রথম ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৪ উদযাপিত চকরিয়ায় জেলের ছদ্মবেশে অভিযান; ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ আটঘরিয়ায় ৩ কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত বাউরেসের কৃষি সাংবাদিকতা পুরস্কার পেলেন আবুল বাশার মিরাজ গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমন্বয় সভা আটঘরিয়ার একাডেমিক সুপারভাইজারের বিদায় সংবর্ধনা চকরিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গণ-ডাকাতি, গুলি বিনিময়, পুলিশসহ গুলিবিদ্ধ ২ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’র সভাপতি নাজমুল, সম্পাদক জিম পাথেয় এর সভাপতি মামুন, সম্পাদক শারীফুল ইসলাম “পহেলা বৈশাখ ও সাম্প্রদায়িক বিতর্ক “ ঈশ্বরদীর নওদাপাড়ায় ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা জানালো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহস্রাধিক সাইটেশনের মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র উপাচার্য  ইদের পরেই বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হবে: শেখ ইনান

‘অভিজ্ঞতা’ শব্দ কি দোষ করল?

বাংলাদেশ সারাবেলা ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৫ ০০০ বার

‘অভিজ্ঞতা’ শব্দটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে ‘অভিজ্ঞতা’ শব্দটি কেমন যেন দুর্বিসহ মনে হচ্ছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী সমাজ এই ‘অভিজ্ঞতা’ শব্দটিকে না জানি সুচিন্তিতভাবে অপব্যবহার করেছেন। এই ধরুন, একজনের প্লেন চালানোর অভিজ্ঞতা আছে, আবার কারো প্লেন কিভাবে চালাতে হয় সে বিষয়ে বিজ্ঞান বই পড়ার পরীক্ষার অভিজ্ঞতা আছে। তাহলে কোন অভিজ্ঞতা কে গ্রহণ করা হবে! এবং কতটুকু গ্রহণ করা হবে! অনেকের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো অভিজ্ঞতা আছে। বিশ্ববিদ্যালয় পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয় কে কখনোই আলাদা করা হয়নি। অথচ অনেক বিশ্ববিদ্যালয়ই প্রাইভেট বিশ্ববিদ্যালয় অভিজ্ঞতাকে কেটে ফেলে দিয়ে কোথাও অর্ধেক কোথাও ৪০ ভাগ কোথাও জিরো করে রেখেছেন। এর পেছনের কারণ খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় ব্যক্তি স্বার্থ অথবা কোন গুষ্টি স্বার্থের অপরিপক্ক মানসিকতার বহিঃপ্রকাশ। যেমন ধরুন পূর্বের বিভিন্ন অভিজ্ঞতা যদি যোগ করা হয় তাহলে কোন একজন অথবা একাধিক ব্যক্তিবর্গ এই বিশ্ববিদ্যালয়ে দুইবার, তিনবার অথবা আজীবন চেয়ারম্যান ডিন অথবা ড্যাশ ড্যাশ হতে পারবো না। সেজন্য কাগজের টুকরার মধ্যে কিছু ‘নীতিমালা’ লেখে রাখা প্রয়োজন তাই সুপরিকল্পিতভাবে লিখে রেখেছেন। আবার সেই লিখিত নীতিমালা অনুযায়ীও যদি খুঁজে বের করা যায় যে অবৈধভাবে আমার সেই চেয়ারে থাকতে হবে সেজন্য আবার নীতিমালার মধ্যেও অপারেশন চালানো হয়। যখন প্রয়োজন তখন ‘অভিজ্ঞতা’ সম্পন্ন এই চিকিৎসকগণ! যারা ইতিপূর্বে ঐ নীতিমালা লিখেছেন সেটার মধ্যেও অপারেশন চালিয়ে থাকেন। সেটা আবার আইসিইউতে অর্থাৎ কেউ জানে না কারো ঢুকার অধিকার নাই এমনই একটি জায়গায়। অপারেশন হওয়ার পরে জানা যায়। আবার নীতিমালার মধ্যে কিছু বিষয় শিক্ষকদের বড় একটি অংশের পক্ষে চলে যাচ্ছে তখন ঐ কু…. সম্পন্ন লোকের আবার হুটহাট করে নীতিমালা পরিবর্তন করে ফেলেন। ধিক্কার জানাই এসব দূরভীসন্ধিযুক্তকারীদের! নিজের স্বার্থ সিদ্ধির কারণে অন্যদের উপর অত্যাচার কখনোই মেনে নেওয়া যায় না। এই ধরুন এই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যারা লেকচার হিসেবে জয়েন করেছিলেন তাদের মধ্যে তিনজন লেকচারার এবং এসোসিয়েট প্রফেসর থেকে প্রফেসর হওয়ার কথা দুই বা ততোধিক সম্মানিত শিক্ষকদের ক্ষেত্রে কি অত্যাচারীনা করা হচ্ছে! এই কাজ যারা করেন তারা এতটাই “ইখলাসের” সাথে সাথে অর্থাৎ গোপনীয়তার সাথে করেন যে কখনো যদি প্রকাশ পেয়ে যায় তাহলে একে অপরের উপর দোষ চাপিয়ে পার হয়ে যান। তার মানে আমি করেছি এই কথা বলার সৎ সাহস আর থাকেনা । এতেই বোঝা যায় সঙ্ঘবদ্ধ একটি চক্র! বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ পদাধিকারধারী এই “সর্বোৎকৃষ্ট”, নিকৃষ্ট প্রাণী গুলো এতটাই নিকৃষ্ট যে যখন বিপদে পড়ে পরে তখন আবার বলে আমি এটা করিনি। ছি ছি! আমি জেনে বুঝে ‘সর্বনিকৃষ্ট’ শব্দটি ব্যবহার করেনি কেননা কোরআনে একটি আয়াতে যারা দুষ্ট লোক তাদের ক্ষেত্রে “সর্বোৎকৃষ্ট” নিকৃষ্ট শব্দটি ব্যবহার করা হয়েছে। কারণ এই যে শব্দগুলো যখন তারা পড়বে অথবা শুনবে তখন তাদের অন্তরে অন্তত কিছুটা দাগ কাটবে! যদি না কাটে না ধরে না বুঝে তাহলে তারা তো মানুষের কাতারে থাকে না! যদিও তারা মানুষ হয়। কোরআনে আল্লাহ তা’আলা বলেছেন এই ধরনের মানুষ হচ্ছে চতুষ্পদ জানোয়ার, এমনকি এর চেয়ে নিকৃষ্ট। কেননা জানোয়ার অন্যায় করলে ঐ অন্যায়ের কোন হিসাব হবে না। মানুষ যদি অন্য মানুষের অধিকার নষ্ট করে তাহলে অবশ্যই তাকে একদিন না একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিছু পানিশমেন্ট নেচারালি হয়ে যায়। যার বহিঃপ্রকাশ কখনো কখনো সাথে সাথে হয় অথবা কিছুদিন পরে হয়, নাহয় ভবিষ্যৎ তো পড়েই আছে। আসুন সবাই মিলে ঐ সমস্ত মানুষদেরকে ধিক্কার জানাই এবং শিক্ষকদের সর্বোপরি স্বার্থকে উদ্ধারের জন্য সকল শিক্ষক একসাথে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ হই। ধরুন একজন তার প্রফেশনাল বিষয়ে কোন এক জায়গায় চাকরি করে এসেছেন অর্থাৎ তিনি সাইকেল চালাতে পারেন বা প্লেন চালাতে পারেন অথবা গাড়ি চালাতে পারেন। তার অভিজ্ঞতা কেন কাউন্ট করা হবে না! আরেকজন শুধু ঐ বিষয়ে পড়ে এসেছেন অথবা পড়াচ্ছেন কিন্তু তার কোন প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নাই তাহার অভিজ্ঞতাকে কেন কাউন্ট করা হচ্ছে। আসুন এই “অভিজ্ঞতা” শব্দকে আমরা এভাবে ফুটবলের মত ব্যবহার না করি অর্থাৎ যখন আমার প্রয়োজন তখন ঠিক আছে যখন অন্যের প্রয়োজন তখন লাথি মেরে সরিয়ে দেয়। আমাদের যারা গভীর অভিজ্ঞতা সম্পন্ন নীতি নির্ধারক আছেন তাদেরকে আল্লাহ তা’আলা এই ‘অভিজ্ঞতা’ শব্দটি কে একই রকম ভাবে এবং সার্বজনীনভাবে ব্যবহার করার তৌফিক দান করুন। বিশেষ করে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত শিক্ষক মন্ডলী ডিউটেড প্রাপ্ত হয়েছিলেন এবং ভবিষ্যতে হবেন তাদের ক্ষেত্রে পুনরায় নতুন ভাবে রিজেন্ট বোর্ডের মাধ্যমে ডিউ ডেট কার্যকর করে তাদের অভিজ্ঞতার মূল্যায়ন করা হোক।

লেখকঃ
আবুল বাশার রিপন খলিফা
সহযোগী অধ্যাপক ফার্মেসি বিভাগ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ-৮১০০

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..