করোনা ভাইরাসে সারাবিশ্ব অচল হয়ে পড়েছে। তার প্রভাব পড়েছে আসন্ন টি-২০ বিশ্বকাপেও। এবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অস্ট্রেলিয়ায়।আগামী অক্টোবর মাসের ৩য় সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা ছিলো এই ক্রিকেট যুদ্ধের।
কিন্তু চলমান পরিস্থিতি যদি থেকে যায় তাহলে বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। যদি পরিস্থিতির উন্নতি হয়ও তাহলে সেখানে একটা ‘কিন্তু’ রয়ে যায়। কারণ অস্ট্রেলিয়া সরকার আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তাদের দেশে বিদেশি নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। এই পরিস্থিতিতে সফরকারী দল গুলো মাত্র ৩ মাস হাতে সময় পাবে। এই সময়ে প্রস্তুতি নেওয়া আদৌ সম্ভব কি না তা জানা নেই কারোরই।
এদিকে প্রভাবশালী ক্রিকেট বোর্ড বিসিসিআই এই সময়ের প্রস্তুতির বিপক্ষে রয়েছে। তারা বলছে এতো অল্প সময়ে প্রস্তুতি সম্ভব না। এরজন্য তারা বিকল্প একটা প্রস্তাব রাখতে পারে। কেননা আগামী বছর টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা ভারতে। বিসিসিআই বলছে অদলবদলের কথা। এবারের বিশ্বকাপ ভারত আয়োজন করবে এবং পরবর্তী বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়া।
এতো অনিশ্চয়তার মাঝে বিশ্বকাপ ঝুলে আছে পেন্ডুলামের মতো। এদিকে আজ ক্রিকেট বস তথা বোর্ড প্রধানদের বৈঠকে নির্ধারিত হবে এবারের টি-২০ বিশ্বকাপের ভাগ্য। তাই ক্রিকেট প্রেমিদের আজকের দিন আজ পর্যন্ত ধৈর্য ধরতে হবে।
Leave a Reply