আজ বৃহস্পতিবার ভোর রাতে জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসার (নুরানী মাদ্রাসা) প্রিন্সিপাল-মাওলানা মোঃ জাহিদুল ইসলাম(৩২) কে জেলা পুলিশের গোয়েন্দা ইউনিট আটক করেছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি তার মাদ্রাসার আড়ালে নিজ নামে জাহিদ ছাত্র ফেসবুকে এ্যাকাউন্ট খুলে উগ্রমৌলবাদী আর্দশ ও জঙ্গিবাদেও আর্দশ পরিচালিত করে আসছিল বলে জানা যায়। সে তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির ছবিতে কুকুরের মুখ এঁকে ছবি বিকৃতি করে ফেসবুকে প্রচার করে আসছিল। আটক ব্যক্তিকে বৃহস্পতিবার বিকালে জুয়িশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। জঙ্গি তৎপরতার উৎস খোঁজতে এই রিমান্ড চাওয়া হয়েছে ।
আদিতমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভেলাবাড়ী ইউনিয়নের দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসার (নুরানী মাদ্রাসা) প্রিন্সিপাল-মাওলানা মোঃ জাহিদুল ইসলাম(৩২) বাড়ি জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের মরিচবাড়ী গ্রামে। তার বাবার নাম আব্দুস ছালাম। জেলা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার আদিতমারী থানাধীন ভেলাবাড়ী এলাকা হতে মাননীয় প্রধানমন্ত্রী’র ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার অভিযোগে তাকে আটক করে। আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে ভেলাবাড়ী দাওয়াতুল কুরআন মহিলা মাদ্রাসার (নুরানী মাদ্রাসা ) প্রিন্সিপাল। ব্যাপক জিজ্ঞাসাবাদে আরো জানা গেছে, সে চট্রগ্রামের হাটহাজারী মাদ্রাসায় পড়াশুনা করেছে। সে হেফাজতে ইসলামের একজন সক্রিয় কর্মী ও নেতা সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র বাংলাদেশ সফর নিয়ে সে ফেসবুকে “জাহিদ ছাত্র” নামে তার নিজস্ব ফেসবুক আইডি হতে উস্কানিমুলক পোস্টগুলি কান্ডে আসছিল বলে স্বীকার করেন। পুলিশ সুপার আবিদা সুলতানা পিপিএম জানান, তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ ও জঙ্গি তৎপরতা সম্পর্কে জানতে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
Leave a Reply