করোনা ভাইরাসের মহাসঙ্কটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পূর্বের ন্যায় বর্তমানেও যুবলীগ কর্মহীন,ছিন্নমূল, অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। যুবলীগ এখন একটি মানবিক সংগঠনে পরিনত হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এবং যুবলীগের চেয়ারম্যান ও সাধারন সম্পাদকের আহ্বানে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান সিকদারের উদ্দ্যোগে আজ (সোমবার) পটুয়াখালীতে অসহায়, দরিদ্র, কর্মহীন মানুষের মাঝে কাপড় বিতরণ করা হয়।
এসময় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী হাসান সিকদার বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন।কাপড় বিতরন, খাদ্য সহায়তা, ধান কাটা সহ সকল কাজের সাথে যুবলীগ নেতা-কর্মীরা সম্পৃক্ত রয়েছেন। করোনা ভাইরাস মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকদের ধানও কেটে দিচ্ছে যুবলীগ।’
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল আমিন শিকদার সহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply