ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ২ জন ভুয়া সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে,গত কয়েকদিন আগে জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিনিধি মাহবুবুর রহমান বুলুর উপর পীরগঞ্জ থানার সামনে হামলা চালিয়েছিল উপজেলার রেজিস্ট্রি অফিসের দালাল ভুয়া সাংবাদিক পরিচয়দানকারী শেখ সমশের আলী ও তার পরিবারের সদস্যরা।
পরের দিন পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন আহত সাংবাদিক বুলু।এরই প্রেক্ষিতে গতকাল বুধবার পীরগঞ্জ থানার সামনে দালালি করার সময় সিআইডি পুলিশের একটি চৌকস দল তাদের দুই ভাইকে আটক করে।
আহত সাংবাদিক জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি, স্বদেশ খবরের ঠাকুরগাঁও প্রতিনিধি ও ঠাকুুরগাঁও রিপোটার্স ইউনিটির সদস্য বলে জানা গেছে।
তবে অভিযোগ রয়েছে তারা দুই ভাই কোনদিন স্কুলে লেখাপড়া না করেই সাংবাদিক পরিচয় দেয়। সেই সাথে তাদের সাংবাদিকতার কোন বৈধ কাগজ পত্র নাই বলে জানান একাধিক সাংবাদিক নেতারা।
এ বিষয়ে নাম প্রকাশ না করার সত্বে কয়েকজন সিনিয়র সাংবাদিক জানান,তারা দুই ভাই কোন দিন স্কুলের বারান্দায় যায়নি লেখাপড়া তো দূরের কথা তারা কিভাবে সাংবাদিক হয় আমাদের বোধগম্য হচ্ছে না।
এর আগেও সন্ত্রাসী শেখ শমসের আলী সি এন এন বাংলা ও দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক আব্দুল আলিমের উপর পীরগঞ্জ থানা চত্বরে হামলা চালিয়েছিল।
সন্ত্রাসী শেখ শমসের আলী উপজেলার সাব রেজিস্ট্রার অফিস সংগ্লন ফটো কপি ও ফটো স্টুডিওর ব্যাবসা করে নিজেকে কখনো কখনো ফটো সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে বেড়ায়।
শেখ শমসের আলী মামলাবাজ ব্যাক্তি তার বিরুদ্ধে শশুর বাড়ীর লোকজনের উপর মিথ্যা বানোয়াট মামলা করার ও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য সাংবাদিক পরিচয় দেওয়া ব্যক্তি শমসের আলীকে উপজেলার ভেলাতৈড় এলাকায় অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকা অবস্থায় লেংটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল ।
Leave a Reply