নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে।
রোববার জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়াম খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিব হোসাইন ও ফারজানা তাসনিম বক্তব্য রাখেন।
প্রধান অতিথি উদ্বোধনী অনুষ্ঠানে আগত কৃষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করেন। মেলায় শস্য চিত্রে শহীদ মিনার এবং ফলমুল ও সব্জি বোঝাই নৌকাসহ দৃষ্টিনন্দন মোট ১১ টি স্টল রয়েছে।
Leave a Reply