“জাতীয় ডিএনএ দিবস” উপলক্ষে আগামী ২৪ ও ২৫ এপ্রিল জীবপ্রযুক্তি ও জীববিজ্ঞানে আগ্রহীদের জন্য কমিউনিটি অফ বায়োটেকনোলজি আয়োজন করতে যাচ্ছে “ডিএনএ ফেস্ট ২০২১”।
প্রতিবছর ২৫ এপ্রিল বিশ্বব্যাপী “জাতীয় ডিএনএ দিবস” পালন করা হয়। উক্ত দিনটিতে স্মরণ করা হয় জেমস ওয়াটসন, ফ্রান্সিস ক্রিক ও মরিস উইলকিনস নামক বিজ্ঞানীদের সেই যুগান্তকারী ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিস্কারের জন্য, যা ১৯৫৩ সালের এই তারিখে ন্যাচার জার্নালে প্রকাশিত হয়। এই মাস একইসাথে জীববিজ্ঞানের অন্যতম যে মাইলফলককে মনে করিয়ে দেয়, তা হল ১৩ বছরব্যাপী সম্পন্ন হওয়া ২০০৩ সালের “হিউম্যান জিনোম প্রজেক্ট”। তাই গুরুত্বপূর্ণ এই দিনটিকে উদযাপনের লক্ষ্যে কমিউনিটি অফ বায়োটেকনোলজি কর্তৃক অনলাইনে আয়োজিত হতে যাচ্ছে খুবই তৎপর্যপূর্ণ অনুষ্ঠান “ডিএনএ ফেস্ট ২০২১” । আগামী ২৪ ও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া এই উৎসব একত্র করবে সারাবিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষজনকে যারা বিভিন্ন ডিএনএ ভিত্তিক আকর্ষণীয় প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে এবং সেইসাথে অংশগ্রহণকারীরা সুযোগ পাবে বিশ্বজুড়ে জীববিজ্ঞান ও আণবিক জীববিজ্ঞান এর ভিত্তিপ্রস্তর স্থাপনকারীদের কাছ থেকে তাদের গবেষণাকর্মের কথা শোনার যা জীববিজ্ঞানের জগতে ইতোমধ্যে অসামান্য অগ্রগতি আনতে সক্ষম হয়েছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে থাকবেন ২০০৯ সালে রসায়নে নোবেলজয়ী ড. অ্যাডা ইয়োনাথ। তাঁর আলোচনাপর্বটি ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে, যেখানে ড. অ্যাডা ইয়োনাথ নিজে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করবেন। আলোচনাপর্বগুলো জুম প্লাটফর্মে অনুষ্ঠিত হবে এবং কেবলমাত্র রেজিস্টারকৃত অংশগ্রহণকারীরাই প্রবেশ করতে পারবেন ও সম্মানিত বক্তাদের সাথে কথা বলার সুযোগ পাবেন। এছাড়া আলোচনাপর্বগুলো ফেসবুক ছাড়াও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশিত হবে যেখানে সাধারণ মানুষরাও দর্শক হিসেবে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন।
Leave a Reply