দৈনিক সময় সংবাদের সম্পাদক ও প্রকাশক শাহিদুন আলমের অফিসে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটেছে।
গত ১৭ আগষ্ট মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতের গুলশান -ই- মোহাম্মদী প্রকল্পে দৈনিক সময় সংবাদের অফিসে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, খিলক্ষেত থানা বিএনপির নেতা শাহিনুর আলম মারফত এবং রাসেল, জসিম সহ অজ্ঞাত আরো কিছু লোক এ হামলা চালায়।
স্থানীয় সূত্রে হামলার আগে শাহিনুর আলম মারফতের একটি অডিও কল রেকর্ড পাওয়া যায়। কল রেকর্ডটিতে শুনা যায় মারফত টেলিফোনের অপর প্রান্তে থাকা এক ব্যাক্তিকে নির্দেশ দিচ্ছেন সময় সংবাদের সম্পাদক ও প্রকাশক শাহিদুন আলমের অফিসের গেইট পিটিয়ে ভেঙ্গে ফেলার জন্য এবং সম্পাদকসহ অফিসের কর্মচারীদের পিটিয়ে হাড্ডি গুড্ডি ভেঙ্গে দেওয়ার কথা বলা হচ্ছে। অফিসের কর্মচারীরা জানান এই ঘটনায় শাহিনুর আলম মারফতের সাথে খিলক্ষেত থানার এক এসআইয়ের সম্পৃক্ততা রয়েছে। খোঁজ নিয়ে জানা যায় ওই এসআইয়ের প্রতক্ষ্য মদদে শাহিনুর আলম মারফ খিলক্ষতে ত্রাসের রাজত্ব কায়েম করছেন। তার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী।শাহিনুরের নামে খিলক্ষেত থানায় একাধিক জিডি ও গাড়ী পোড়ানোর মামলা রয়েছে।
এ বিষয়ে দৈনিক সময় সংবাদের সম্পাদক ও প্রকাশক জানান, গত (১৭/০৮/ ২০২১) ইং তারিখে গুলশান-ই-মোহাম্মদী প্রকল্প খিলক্ষেতে আমার অফিসে এসে শাহিনুর আলম মারফত,রাসেল, জসিম সহ অজ্ঞাত আরো কিছু লোক এ হামলা করে। গত ০৯/০৯/২০২১ইং তারিখে মারফত ও তার সন্ত্রাসীবাহিনীরা আমার অফিসের কর্মকর্তা জাকারিয়াকে হুমকী ধামকী দিয়ে যায়।
একটি অডিও কল রেকর্ডে শোনা যায়, স্থানীয় বিএনপির সভাপতি মারফত আমার অফিস ভাঙ্গচুর এবং আমি সহ আমার কর্মচারীদের পিটিয়ে আহত করতে বলে। এতে আমি ভবিষ্যৎ এ আমার প্রাণনাশের আশংকা করছি যার প্রেক্ষিতে (১৯/০৮/২০২১) ইং তারিখে রাজধানীর খিলক্ষেত থানায় তাদের আসামী করে একটি সাধারণ ডায়েরি করি আমি যার জিডি নং ৯৬২ তাং- ১৯/০৮/২০২১ ইং।
তিনি ঘটনার সাথে যুক্তদের গ্রেফতার ও বিচার দাবি জানান।
হামলার এ ঘটনায় বিভিন্ন সাংবাদিক নেতারাও ক্ষোভ ও নিন্দা জানিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে প্রশাসনকে আহ্বান জানান সাংবাদিক নেতারা।
এ বিষয়ে মারফত এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply