বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন জমি বিক্রি করে ছেলের চিকিৎসা, পাশে দাঁড়ালেন তারেক রহমান বর্ষা বন্দনা: প্রকৃতি এবং জনজীবন কয়রার মহারাজপুরে ভিডব্লিউবি সঞ্চয় নিয়ে গুজব, চক্রান্তের মুখে চেয়ারম্যান মাহমুদ নোবিপ্রবিতে শিক্ষক বাদশা মিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মশাল মিছিল সাহসী সাংবাদিকতার জন্য পুরস্কৃত হলেন গোবিপ্রবি প্রেসক্লাবের সাবেক সভাপতি লিটু দুর্নীতি-অনিয়ম ঠেকিয়ে স্বচ্ছতার দৃষ্টান্ত রেখে গেলেন ইউএনও রুলি বিশ্বাস নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগ বিতর্কে নেপথ্যে যা জানা গেল হামলার শিকার নোবিপ্রবি শিক্ষার্থী, ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল বাকেরগঞ্জে বিএনপির সদস্য নবায়ন সভায় হামলা, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি ভাঙচুর ছাত্র-জনতার উপর হামলার আসামি হারুন প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, আতঙ্কে এলাকাবাসী জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে যবিপ্রবির ফিজিওথেরাপি বিভাগে দোয়া মাহফিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে “কুইজ ও আলোচনা সভা” অনুষ্ঠিত 

নোবিপ্রবির সাবেক উপাচার্যের অনিয়ম-দুর্নীতি তদন্তে বর্তমান উপাচার্যকে দুদকের চিঠি

নোবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৩২ ০০০ বার

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. অহিদুজ্জামানের অনিয়ম-দুর্নীতির রেকর্ডপত্র পাঠাতে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার- উল-আলম বরাবর চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।

দুদকের নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফেরদৌসী আহসান স্বাক্ষরিত ওই চিঠিতে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান কর্তৃক সংঘটিত অন্যায় , অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় রেকর্ডপত্র পাঠাতে বলা হয়েছে।

দুদক প্রেরিত ওই চিঠিতে মোট ১৭টি বিষয়ে নির্ধারিত সময়ের মধ্যে রেকর্ডপত্র চাওয়া হয়েছে। সেগুলো হলো-

১. সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের কর্মকালীন তার বিদেশ সফর (চেক প্রজাতন্ত্র, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, ইতালি,জাপান ইত্যাদি) ভ্রমণসূচি ও খরচের বিবরণী সংক্রান্ত রেকর্ডপত্র

২. সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের ব্যবহৃত গাড়ি ক্রয় ও ব্যবহার সংক্রান্ত রেকর্ডপত্র,গাড়ি ক্রয়ে ইউজিসির অনুমোদিত বরাদ্দপত্র, গাড়ি প্রাক্কলন, গাড়ি ক্রয় সংক্রান্ত রেকর্ডপত্র।

৩. সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের গাড়িচালক মনির হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ ও পরবর্তী স্থায়ী নিয়োগের রেকর্ডপত্র ও তার বেতন ভাতার বিস্তারিত বিবরণ এবং গাড়িচালক মনির হোসেন কোথায় গাড়ি পরিচালনা করেছেন তার রেকর্ডপত্র।

৪. সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের সময়কালে ইতালি থেকে লিফট ক্রয়সংক্রান্ত রেকর্ডপত্র, ইতালি ভ্রমণের খরচসংক্রান্ত রেকর্ডপত্র ও লিফট সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তির রেকর্ডপত্র।

৫. সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্বপালনকালীন পারিতোষিকের বিবরণ।

৬. সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামান কর্তৃক জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজের নিয়োগ ও অন্যান্য কর্মকাণ্ডে অংশগ্রহণ বাবদ টিএ ও ডিএ এর বিবরণ।

৭. সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সময়কালে হাইকোর্টের রিট এর জন্য আইনজীবী নিয়োগ ও এতে বিশ্ববিদ্যালয়ের খরচের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র।

৮. সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সময়কালে উপাচার্যের বাংলোর কৃষিপণ্য, গবাদি পশু,হাস-মুরগি, মাছ চাষে আয়/ব্যয়ের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র।

৯. সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামান যোগদানের পর ঢাকা ও বরিশাল/ঝালকাঠিতে ভ্রমণের কারণ ও ভ্রমণে বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র।

১০. ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা বাবদ সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের পারিতোষিক গ্রহণের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র।

১১. সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের কর্মকালীন ইম্প্রেস মানি বাবদ উপাচার্যের অফিস ও বাসভবনের জন্য ব্যয়িত ও বরাদ্দকৃত অর্থের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র।

১২. সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের কর্মকালীন উপাচার্যের বাসভবন এয়ারমার্ক সংক্রান্ত বিবরণ ও রেকর্ড এবং বাড়িভাড়া বাবদ অর্থগ্রহণের বিবরণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্র।

১৩. সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের সময়ে ১৯ জন শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগ ও ৪০ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের রেকর্ড ও চুক্তিভিত্তিক নিয়োগের নীতিমালা।

১৪. সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের সময়ে অডিট সেলের প্রধানে নিয়োগ সংক্রান্ত রেকর্ড ও সহকারী পরিচালকে নিয়োগ সংক্রান্ত রেকর্ড।

১৫. সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের সময়ে পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কার্স দপ্তরের পরিচালক পদে নিজাম উদ্দিনকে চুক্তিভিত্তিক নিয়োগ, সহকারী প্রোগ্রামার পদে জাকির হোসেন,প্রধান সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে আল আহাদ ও এলডি পদে আরিফকে নিয়োগ সংক্রান্ত রেকর্ড

১৬. চিফ মেডিকেল অফিসার পদে ডা. মোখলেছ-উজ-জামানকে নিয়োগ সংক্রান্ত রেকর্ডপত্র ও নীতিমালা।

১৭. সাবেক উপাচার্য অধ্যাপক ড.এম অহিদুজ্জামানের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম তদন্তে বিশ্ববিদ্যালয়ের তদন্ত সংক্রান্ত তথ্য ও তদন্ত প্রতিবেদনের সত্যায়িত কপি ও রেকর্ডপত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..