মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৫:১৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
বর্ণাঢ্য আয়োজনে হকৃবিতে প্রথম ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৪ উদযাপিত চকরিয়ায় জেলের ছদ্মবেশে অভিযান; ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ আটঘরিয়ায় ৩ কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত বাউরেসের কৃষি সাংবাদিকতা পুরস্কার পেলেন আবুল বাশার মিরাজ গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমন্বয় সভা আটঘরিয়ার একাডেমিক সুপারভাইজারের বিদায় সংবর্ধনা চকরিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গণ-ডাকাতি, গুলি বিনিময়, পুলিশসহ গুলিবিদ্ধ ২ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’র সভাপতি নাজমুল, সম্পাদক জিম পাথেয় এর সভাপতি মামুন, সম্পাদক শারীফুল ইসলাম “পহেলা বৈশাখ ও সাম্প্রদায়িক বিতর্ক “ ঈশ্বরদীর নওদাপাড়ায় ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা জানালো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহস্রাধিক সাইটেশনের মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র উপাচার্য  ইদের পরেই বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হবে: শেখ ইনান প্রথম বর্ষে ভর্তিপরীক্ষা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত মৌলবাদ জঙ্গিবাদ মূলোৎপাটন ও বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর যবিপ্রবিতে পিএইচডি সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুশাসনের নিমিত্ত অংশীজনের সভা অনুষ্ঠিত  যশোরে সমরাস্ত্র প্রদর্শনীতে যবিপ্রবির শিক্ষার্থীরা সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের ‘মিশন গ্রিন বাংলাদেশ’ ডিআইইউ’র ১০ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন  স্বাধীনতা দিবসে ইবির খালেদা জিয়া হলে আলোচনা সভা ও দোয়া   রবির কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে জ্বীম-মনির নানা আনুষ্ঠানিকতায় যবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মৌলবাদ জঙ্গিবাদ মূলোৎপাটন ও বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন

মেহেদী হাসান, রবিবা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ৬৩ ০০০ বার

মৌলবাদী-জঙ্গিগোষ্ঠী-স্বাধীনতা বিরোধী অপশক্তির তৎপরতার মূলোৎপাটন করার দাবিতে ও বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

 

মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১.৩০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-১ এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি ওমর ফারুক ডলফিন।

 

সভাপতি ওমর ফারুক ডলফিন বলেন, বুয়েটে আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল যা আমাদেরকে ব্যথিত ও লজ্জিত করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কোনো অপরাধকে প্রশ্রয় দেয় না। তারই দৃষ্টান্ত আবরার হত্যার বিচার। ছাত্রলীগ বুয়েটে কমিটি দিয়েছিল না কিন্তু এই সুযোগে সেখানে বিভিন্ন স্বাধীনতা বিরোধী অপশক্তি সাধারণ শিক্ষার্থীদের ভেতরে প্রেতাত্মার মতো ভর করে আবারও স্বাধীনতার বিরোধী রাজনীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে।

 

তিনি বলেন, ছাত্ররাজনীতি বন্ধের নামে মৌলবাদ ও জঙ্গিবাদের আস্ফালন মেনে নেয়া হবে না। মৌলবাদী গোষ্ঠীর কালোছায়া থেকে মুক্ত করে বুয়েটের নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি ফিরিয়ে দিতে হবে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সম্পূর্ণ অসাংবিধানিক, মানবাধিকার পরিপন্থী ও শিক্ষাবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।

 

এ সময় ইমতিয়াজ রাব্বিকে আবাসিক হল থেকে বহিষ্কার করা বুয়েট প্রশাসনের অযাচিত সিদ্ধান্ত উল্লেখ করে তিনি হলের সিট ফিরিয়ে দিতে আহ্বান জানান।

 

নাজমুল হাসান তুহিন বলেন, বুয়েট বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বন্ধ থাকলে ভবিষ্যতে তারা জাতীয় নেতৃত্বে জায়গা করতে পারবে না এবং বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারবে না। বুয়েটে অবশ্যই ছাত্র রাজনীতি নিয়মতান্ত্রিকভাবে যেন চর্চা হয় সে ব্যাপারে প্রশাসনকে উদ্যোগ নিতে হবে এবং রাজনীতির অনুমতি দিতে হবে। বাংলাদেশের এক ইঞ্চি মাটিতে মৌলবাদ, জঙ্গিবাদের স্থান দেওয়া হবে না।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি আলমগীর, রাকিব, অনিক, হিমেল, নন্দরাজ, শামসুজ্জামান, সিরাত, দিহান, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন, সোহান সাংগঠনিক সম্পাদক সুস্মিতা, মেহেদী, এবং আলামিন, শরিফুল, মামুন, সুনীল, অংকন সহ আরো কর্মীবৃন্দ।

 

উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ বিভিন্ন ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করার দাবিতে দেশের বিভিন্ন ক্যাম্পাসে মানববন্ধনের ঘোষণা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন পালন করে রবি ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..