খাগড়াছড়ি জেলার পানছড়িতে আজ (১৪ জুন) ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।
পানছড়িতে করোনা সংক্রমণ এর বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের এক অভিযান পরিচালনা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তৌহিদুল ইসলাম।
করোনা সংক্রমণ এর বিস্তার রোধে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করা হয়েছে। পানছড়ি উপজেলার বিভিন্ন অলি-গলিতে অভিযান পরিচালনা করে সামাজিক দূরত্ব বজায় রাখতে, অপ্রয়োজনীয় জমায়েত ও আড্ডা ছত্রভঙ্গ করে দিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় করোনার প্রাদূ্র্ভাবে সরকারি নির্দেশনা অমান্য করে বিকেল চার’টা এর পর দোকান খোলা রাখায় পাচঁটি দোকান ও মাস্ক না পরায় দুই জনকে জরিমানা করা হয়।
পানছড়ি নির্বাহী অফিসার বলেন; “ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন। আপনি ও আপনার পরিবার সুরক্ষিত থাকবে।”
Leave a Reply