শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমন্বয় সভা আটঘরিয়ার একাডেমিক সুপারভাইজারের বিদায় সংবর্ধনা চকরিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গণ-ডাকাতি, গুলি বিনিময়, পুলিশসহ গুলিবিদ্ধ ২ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’র সভাপতি নাজমুল, সম্পাদক জিম পাথেয় এর সভাপতি মামুন, সম্পাদক শারীফুল ইসলাম “পহেলা বৈশাখ ও সাম্প্রদায়িক বিতর্ক “ ঈশ্বরদীর নওদাপাড়ায় ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা জানালো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহস্রাধিক সাইটেশনের মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র উপাচার্য  ইদের পরেই বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হবে: শেখ ইনান প্রথম বর্ষে ভর্তিপরীক্ষা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত মৌলবাদ জঙ্গিবাদ মূলোৎপাটন ও বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর যবিপ্রবিতে পিএইচডি সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সুশাসনের নিমিত্ত অংশীজনের সভা অনুষ্ঠিত  যশোরে সমরাস্ত্র প্রদর্শনীতে যবিপ্রবির শিক্ষার্থীরা সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের ‘মিশন গ্রিন বাংলাদেশ’ ডিআইইউ’র ১০ শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে নোবিপ্রবিতে মানববন্ধন  স্বাধীনতা দিবসে ইবির খালেদা জিয়া হলে আলোচনা সভা ও দোয়া   রবির কুড়িগ্রাম জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে জ্বীম-মনির নানা আনুষ্ঠানিকতায় যবিপ্রবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত রবির বগুড়া জেলা শিক্ষার্থী কল্যাণ সমিতির দায়িত্বে সোয়েব-সমুদ্র রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন  স্বাধীনতাকে নিয়ে ববি শিক্ষার্থীদের ভাবনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হলগার্ডকে স্থানীয় যুবকের মারধর 

হকৃবিতে প্রভাষক হিসেবে যোগদান করলেন ডা. রয়েল

আর এস মাহমুদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ২৭৫ ০০০ বার

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের (হকৃবি) মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ বিভাগে প্রভাষক হিসেবে গত ২০ মার্চ (বুধবার) যোগদান করেছেন ডা. শারমিন সুলতানা রয়েল। ডা. রয়েল বরগুনা জেলার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের খাকদান গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি মফিজউদ্দীন বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১২ সালে এসএসসি এবং আমতলী সরকারি কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পাস করেন। এইচএসসিতে গৌরবোজ্জ্বল ফলাফলের জন্য তিনি সেসময় ‘বোর্ড স্কলারশিপ’ লাভ করেন।

এরপর ২০১৯ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) এর এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ থেকে ‘ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন’ ডিগ্রি এবং ২০২২ সালে বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), ময়মনসিংহ থেকে মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধীনে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন।

উল্লেখ্য, স্নাতক পর্যায়ে ভালো ফলাফলের স্বীকৃতি স্বরূপ তিনি পবিপ্রবি থেকে “ডিন’স মেরিট অ্যাওয়ার্ড” অর্জন করেন।

ক্যাম্পাস জীবনে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও সাথে যুক্ত ছিলেন তিনি।
সেসময় তিনি ‘উপকূলীয় ছাত্র কল্যাণ সমিতি- বরগুনা’ এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ‘ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশন (ভিএসএ), পবিপ্রবি; রক্তদান সংগঠন ‘বাঁধন’ এবং সাংস্কৃতিক সংগঠন ‘রংধনু’, পবিপ্রবি এর সাথেও যুক্ত ছিলেন।

প্রভাষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে তিনি হবিগঞ্জ সদরে নিজের প্রতিষ্ঠিত ‘ডা. রয়েল’স বার্ডস এন্ড পেট কেয়ার’ এ পোষা প্রাণী ও পাখির চিকিৎসা সেবা দিতেন, যা প্রাণী কল্যানার্থে ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

শিক্ষকতা পেশায় যোগদানের অনুভূতি প্রকাশকালে ডা. রয়েল বলেন, “একটা মেয়ের সফলতার পিছনে অনেকগুলো প্রগতিশীল মানুষের হাত রয়েছে আমার জীবনে। আমি যেমন সাপোর্টিভ বাবা ও ভাই পেয়েছি, তেমনি আমি সাতক্ষীরাতে পেয়েছি সাপোর্টিভ শ্বশুর বাড়ি ও একজন বন্ধুসুলভ স্বামী।

তবে সুখ ও দুঃখ যে পাশাপাশি অবস্থান করে সে সত্যও আমার জীবনে ব্যতিক্রম নয়। পারিবারিক প্রতিকূলতার মধ্যে আর্থিক অভাবের সময় ধার করা মাত্র তিন হাজার টাকা নিয়ে ছুটে গিয়েছিলাম বাকৃবিতে মাস্টার্স করতে। যা ছিলো তখন দিবা-স্বপ্নের মত।

যাইহোক, মহান রবের দরবারে এখন লাখো কোটি শুকরিয়া শেষ পর্যন্ত আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরন করার জন্য এবং আমাকে এই মহান পেশা উপহার দেয়ার জন্য। যে পেশাকে বলা হয়ে থাকে ‘মানুষ গড়ার কারিগর এবং জাতি নির্মাতা!
এ নোবেল প্রফেশনে যুক্ত থেকে আমি আমার অর্জিত জ্ঞান, মেধা, শ্রম ও গবেষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানোন্নয়ন তথা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সেই সাথে দেশ ও দশের কল্যাণে নিজেকে নিবেদিত করতে চাই”।

প্রসঙ্গত, ডা. রয়েল এখন স্বামী সন্তানসহ হবিগঞ্জেই বসবাস করেন। তার স্বামী ডা. সালাউদ্দীন ইউছুপও একই বিশ্ববিদ্যালয়ে (হকৃবি) শিক্ষকতা করছেন। ডা. ইউছুপ ১০ মে ২০২৩ এ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের এনাটমি এন্ড হিস্টোলজি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

ডা. রয়েল বলেন, “তিনি ডা. ইউছুপের সাথে একই সাথে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং এখন আবার একই বিশ্ববিদ্যালয়ে দুজন একসাথে শিক্ষকতা করার সুযোগ পেয়েছেন, যা পরম সৌভাগ্যের”।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..