বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
রবিতে ইকোন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপের ফাইনাল অনুষ্ঠিত  ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত গণতান্ত্রিক উপায়ে শেরপুর জেলা ছাত্র কল্যাণ সংসদ বশেমুরবিপ্রবির নয়া নেতৃত্ব নির্বাচিত রবির অর্থনীতি বিভাগে সেমিনার অনুষ্ঠিত  চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ কয়রায় খাস জমিতে ভবন নির্মাণ, ব্যবস্থা নেয়নি ইউএনও চকরিয়ায় বিএনপি নেতার উপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলা; চমেকে প্রেরণ লামায় জায়গা-জমির বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৭ স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রবি শিক্ষার্থীদের মানববন্ধন শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে নোবিপ্রবি প্রশাসনের অনুদান সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম গঠন চকরিয়ায় বিএনপির ঘরে আওয়ামীগের গোপন সোর্স বশেমুরবিপ্রবি সেইভ ইয়ুথের নেতৃত্বে সজল-সামিরা পরীক্ষা শেষে ঘুরতে গিয়ে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত গণ অধিকার পরিষদ (জিওপি)’র চকরিয়া উপজেলা কমিটি গঠন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত দখলের সংবাদ প্রচার করায় সাংবাদিক কে মারধর করলো বিএনপি নেতা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক কর্তৃক শিক্ষার্থী মারধরের অভিযোগ যবিপ্রবি ক্যাম্পাস সবুজায়নে বৃক্ষরোপণ করলো টিম “উন্নত মম শির” সাংবাদিক সংগঠনের অফিস দখলে নিয়ে ব্যক্তিগত অফিস বানালো বিএনপি নেতা হাসান রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের কর্মশালা আয়োজিত সাংবাদিকদের সাথে রবি উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিএসটিই ক্লাবের নেতৃত্বে সাইফ-জাবেদ গণমাধ্যম প্রকাশিত সংবাদের বিষয়ে লিখিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সেরা গবেষণা পুরস্কার পেলেন সিভাসু’র ৭ শিক্ষক; ক্যাম্পাসে স্থাপিত জিরাফের কঙ্কাল উদ্বোধন

মনজুরুল ইসলাম, সিভাসু প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৩০১ ০০০ বার

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) সাতজন শিক্ষক পেয়েছেন সেরা গবেষণা পুরস্কার। আজ শনিবার অনুষ্ঠিত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা-২০২০ এ বিশ্ববিদ্যালয় কর্তৃক এই সাতজন গবেষককে পুরস্কার প্রদান করা হয়।

সিভাসু অডিটোরিয়ামে দুপুর ১২টায় অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো: মাহবুব হোসেন। কর্মশালায় বক্তব্য প্রদানের পূর্বে তিনি বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি মিউজিয়ামের সামনে স্থাপিত একটি জিরাফের কঙ্কাল উদ্বোধন করেন।
কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন। সম্মানিত অতিথি ছিলেন চ্যানেল আই’র বিশেষ প্রতিনিধি মোস্তফা মল্লিক। সভাপতিত্ব করেন সিভাসু’র পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মো: আশরাফ আলি বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মো: মাহবুব হোসেন বলেন, বিশ^বিদ্যালয়ের মূল কাজ হচ্ছে গবেষণার মাধ্যমে নতুন নতুন জ্ঞানসৃষ্টি এবং সেই জ্ঞানকে সমাজে ছড়িয়ে দেওয়া। কিন্তু সিভাসু তার কার্যক্রম শুধু গবেষণা এবং জ্ঞানসৃষ্টির মধ্যে সীমাবদ্ধ রাখেনি। সমাজের এবং রাষ্ট্রের প্রয়োজনে কিভাবে ভূমিকা রাখতে হয়-করোনা অতিমারির সময়ে সিভাসু সেই দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি আরও বলেন, ‘করোনা শনাক্তকরণ ল্যাব স্থাপন এবং বিভিন্ন মেডিকেল কলেজে আরটি-পিসিআর প্রদানের মাধ্যমে করোনাভাইরাস নিয়ন্ত্রণে সিভাসু যেভাবে এগিয়ে এসেছে-তা অত্যন্ত প্রশংসনীয়। করোনাকালীন সময়ে জনস্বার্থে সিভাসু যে ভূমিকা রেখে চলেছে-তা জাতি সবসময় স্মরণে রাখবে। আশা করছি-সিভাসু’র এ ধরনের কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।’
শিক্ষা সচিব বলেন, নিয়মিত গবেষণা বরাদ্দের বাইরে করোনাসহ উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় পরিচালিত গবেষণা কর্মকান্ডে অর্থ বরাদ্দ দিতে সরকার সবসময় প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের পুরস্কার প্রদান করা হয়। সেরা গবেষণা পুরস্কার পেয়েছেন-মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: আসাদুজ্জামান, মেডিসিন ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো: আহাদুজ্জামান, ফিশ বায়োলজি এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো: মহিউদ্দিন জাহাঙ্গীর, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এন্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুল হাসান, ডেয়রী ও পোল্ট্রি সায়েন্স বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. হুমায়ুর কবির, প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আবদুল আলীম, এপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক শামসুল মোর্শেদ। এছাড়া, মৌখিক উপস্থাপনায় চার জন এবং পোস্টার উপস্থাপনায় তিন জন শিক্ষককে পুরস্কৃত করা হয়। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে সিভাসু’র চার জন গবেষককে গবেষণা প্রকাশনা অনুদান প্রদান করা হয়।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমামসহ বিভিন্ন দপ্তরের পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..