মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন প্রদর্শনী অনুষ্ঠিত নোবিপ্রবি সায়েন্স ক্লাবের নেতৃত্বে দেওয়ান—শাওন ব্যাগ ভর্তি টাকা সহ সুজানগর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আটক কক্সবাজার জেলায় ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারি অফিসার মহসিন, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী সোলায়মান যবিপ্রবিতে দুই দিনব্যাপী শুরু হতে যাচ্ছে বৈশাখী মেলা ও লোকসংস্কৃতি উৎসব চকরিয়ার হারবাংয়ে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু শহীদ এম মনসুর আলী কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আর নেই আটঘরিয়া উপজেলা নির্বাচন ২৯ মে, চেয়ারম্যান পদে লড়বেন ৩ জন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে দৈনিক সমকালে অপপ্রচারের বিরুদ্ধে  শিক্ষক সমিতির প্রতিবাদ বর্ণাঢ্য আয়োজনে হকৃবিতে প্রথম ‘বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৪ উদযাপিত চকরিয়ায় জেলের ছদ্মবেশে অভিযান; ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ আটঘরিয়ায় ৩ কৃষকের বাড়িতে অগ্নিকাণ্ডে ১৫ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত বাউরেসের কৃষি সাংবাদিকতা পুরস্কার পেলেন আবুল বাশার মিরাজ গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে সমন্বয় সভা আটঘরিয়ার একাডেমিক সুপারভাইজারের বিদায় সংবর্ধনা চকরিয়ায় মহাসড়কে ব্যারিকেড দিয়ে গণ-ডাকাতি, গুলি বিনিময়, পুলিশসহ গুলিবিদ্ধ ২ পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঝিনাইগাতী’র সভাপতি নাজমুল, সম্পাদক জিম পাথেয় এর সভাপতি মামুন, সম্পাদক শারীফুল ইসলাম “পহেলা বৈশাখ ও সাম্প্রদায়িক বিতর্ক “ ঈশ্বরদীর নওদাপাড়ায় ৪র্থ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ঈদের শুভেচ্ছা জানালো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সহস্রাধিক সাইটেশনের মাইলফলক স্পর্শ করলেন রবীন্দ্র উপাচার্য  ইদের পরেই বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি হবে: শেখ ইনান প্রথম বর্ষে ভর্তিপরীক্ষা বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমন্বয় সভা অনুষ্ঠিত মৌলবাদ জঙ্গিবাদ মূলোৎপাটন ও বুয়েটে ছাত্র রাজনীতির দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মানববন্ধন

বাণিজ্য তত্ত্ব, বাণিজ্য নীতি ও বাংলাদেশীদের ভারত ভ্রমণ

বাংলাদেশ সারাবেলা মতামত ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
  • ৫২৫ ০০০ বার

“বাণিজ্য তত্ত্ব, বাণিজ্য নীতি ও বাংলাদেশীদের ভারত ভ্রমণ”

মারক্যান্টাইলিজম হলো সেই তত্ত্ব যা একটি দেশের উচ্চহারে রপ্তানী ও নিম্নহারে আমদানীকে উৎসাহিত করে। উচ্চ রপ্তানীতে দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করে আর আমদানীতে দেশীয় মুদ্রা চলে যায় বিদেশীদের কাছে। পর্যটন শিল্পে ভিন্ন দেশে বেড়াতে গেলে তেমনি মুদ্রা বিদেশে চলে যায়। ‘মেহমান ভগবান সমান’ বলে আমরা যে প্রবাদটি প্রায়ই ব্যবহার করি তার বাস্তব দিক একটি দেশের অর্থপ্রবাহ এবং আয়কে সমৃদ্ধ করে। ভিন্ন দেশের নাগরিক প্রথমে যায় মেহমানদার দেশের এ্যামবেসী, হাইকমিশন কিংবা কনস্যুলেটে ভিসা করতে যার জন্য একটা নির্ধারিত ফি প্রদান করতে হয়। ট্রাভেল টিকিটে ট্যাক্স প্রদান ছাড়াও পোর্ট ট্যাক্স অলক্ষ্যে হলেও দিতে হয়। তারপর সে দেশে নেমে স্থানীয় যানবাহনের ভাড়া, হোটেল ভাড়া, খাবার খরচ, ভ্রমণ সংস্থার চার্জ, বীমা খরচ (যদি থাকে)- সবকিছুতেই কেবল ব্যয় আর ব্যয়। যতদিন একজন পর্যটক কিংবা ভ্রমণকারী দেশটিতে অবস্থান করে প্রত্যেকটি বিষয়ে সে নিজ দেশের অর্থ খরচ করে থাকে। আমাদের দেশ থেকে আমরা ভিন্ন দেশে গেলেও একই ব্যাপার। আর তা শুরু হয় যে দেশে যাই তার এ্যামবেসী থেকেই।
ভারত আমাদের চারদিক থেকে ঘিরে রয়েছে। আমাদের কেনাকাটা (এ্যারোসল থেকে শুরু করে), চিকিৎসা ও তার আনুসাঙ্গিক এবং বেড়ানোকে (পর্যটন) ঘিরে আমরা কী পরিমাণ দেশীয় মুদ্রা ভারতে ব্যয় করি তা হয়ত আমাদের ধারণায় নেই। খবরে দেখলাম কলকাতার মার্কেটগুলোর আশি ভাগ ব্যবসা বন্ধ হয়ে গেছে বাংলাদেশীরা সেখানে শপিংএ যাচ্ছে না বলে (করোনার কারণেই নাকি)। ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছেন, ২০১৯ সালে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্রগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের সহকারী হাইকমিশন থেকে ১৬ লাখ ১৯ হাজার ভিসা দেওয়া হয়েছে। এটাই বিশ্বের যেকোনো দেশের ভারতীয় মিশন থেকে ইস্যু করা সর্বোচ্চসংখ্যক ভিসা। প্রতিটা ভিসার ফি যদি সাতশ ৭০০ (সাতশ) টাকা করে হয় (সূত্র: আইভিএসি, ঢাকা) তাহলে এক বছরে ভারতীয় মিশন বাংলাদেশ থেকে কেবল ফি বাবদই আয় করেছে একশ তেরো কোটি তেত্রিশ লক্ষ টাকা। বেড়ানো,চিকিৎসা ও ঔষধ ছাড়াও পেঁয়াজ, রসুন, হলুদ, আদা, মসলা, চিনি, ধানবীজ, কাগজ, ব্লিচিং পাউডার, ভুট্টা, সুতা, ডুপ্লেক্স পেপার, ফ্লাইএ্যাশ ও পাথরের কথা নাহয় বাদই দিলাম।
সব সরকার বাণিজ্যনীতি নির্ধারণে রপ্তানী উৎসাহিতকরণ ও আমদানী বিকল্প পণ্য উৎপাদনে প্রণোদনা প্রদানের নীতি গ্রহণ করে থাকে। তবে পর্যটন শিল্পে (যে উদ্দেশ্যেই হোক) দেশীয় মুদ্রার বিদেশে চলে যাওয়া রোধ করতে এ নীতি কিভাবে প্রযোজ্য হবে তা ভাবনার বিষয়। বাংলাদেশ সরকার ঘোষিত ‘রুপকল্প ভিশন-২০২১’ এ হোটেল-মোটেল ভাড়া নিতে অনলাইন বুকিং ছাড়া আর তেমন কোন উদ্যোগ কার্যকর বলে প্রতিভাত হয় না।
ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি সর্বজনবিদিত। তা কমিয়ে আনতে সরকারী নীতির সাথে সহযোগী শিল্পের বিকাশ ও প্রতিষ্ঠা জরুরী। সেটা পর্যটন ছাড়াও অন্য যে কোন শিল্পের জন্যও প্রযোজ্য। মারক্যানটাইলিজম সরকারী নীতি প্রণয়নে যে বিষয়গুলোতে গুরুত্ব দিয়েছে তা কেবল সরকারের জন্যই হয়ত। তবে সরকারী নীতি প্রয়োগের যে মূল নিয়ামক মানুষ; দেশের জনগণ, তারা কোন নীতিতে দেশীয় মুদ্রা দেশের বাইরে ব্যয় করে আসবে সে ব্যাপারে কোন দিক-নির্দেশনা দেয় না। তাই হয়ত এ্যাডাম স্মীথের ‘অদৃশ্য হাত’-এর সাথে তাল রেখে বব থ্যালারের তত্ত্ব (নোবেলপ্রাপ্ত) আমাদের সান্ত্বনা দেয় যে ব্যয়ের দিক থেকে মানুষের আচরণ সবসময়ই অযৌক্তিক। সুতরাং দায়-দায়িত্ব সবই সরকারের।
সরকারের দায়িত্বশীল উদ্যোগই পারে দেশের নাগরিককে দেশের অর্থনীতিতে ব্যয় করতে উৎসাহিত করতে। ব্যক্তি বা অন্যান্য প্রতিষ্ঠানের বিনিয়োগের চেয়ে প্রতিষ্ঠান হিসেবে সরকারের বিনিয়োগ অনেক বেশি কার্যকর। দেশের মানুষের করের টাকা যেহেতু সরকারের জন্য বড় তহবিল সেই তহবিল নানা ধরনের বিনিয়োগে ব্যয় করলে সরকার সেখান থেকেই আয় করতে পারে। পরিশেষে তার সুবিধা পাবে আপামর জনসাধারণ।

লেখকঃ ড. মুসলিমা জাহান, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ।
প্রাক্তন পরিচালক, এমবিএ এন্ড ইএমবিএ প্রোগ্রাম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়,ঢাকা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..